Tumpa Brigade Chol Lyrics (তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা)

Tumpa Brigade Chol Lyrics (তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা)

Tumpa Brigade Chol Lyrics

Tumpa Brigade Chol Lyrics In Bengali

Advertisement

গতবারে ব্যালট খুলে
টিপেছি জোড়া ফুলে
ধুমাধুম ল্যাজটা তুলে
নেচেছি সবটা ভুলে

ভেবেছি চাকরি পাবো
বিয়েতে লোক খাওয়াবো
তারপর হঠাৎ দেখি
ঘুষের টাকায় মন্ত্রী চলে

ববি খেলো স্যান্ডো পরে
মুকুলের মির্জাপুরে
শোভনের তোয়ালে জুড়ে
কাল-বৈশাখির সুরে

মোদীজি ভীষণ রাগী
তখন আমি ভেবেছিলাম
তারপর হঠাৎ দেখি
সব চোরেরাই গোয়াল ঘরে

ও টুম্পা সোনা,
কি বলবো মাইরি ?
ওদের ভালোই সেটিং
মিসিং ডেলোর ডাইরি

অনেক ভেবে নিয়ে, শেষে বুঝলাম গিয়ে
পিসির টালির চালের মালই পদ্মের জালে
টুম্পা,
তোকে নিয়ে ব্রিগেডে যাবো

টুম্পা,
চেন ফ্লাগে মাঠ সাজাবো
টুম্পা,
২৮শে তুলবো আওয়াজ
টুম্পা,
মোদি দিদি সব ভোগে যাক টুম্পা

এই টুম্পা ব্রিগেড চল
টুম্পা দেখা তুনে খেল
মোদী ক্যায়সে কিয়া ফেল
কোহি পুছে তো কুছ উনকো কাভি

লেকে চলা জেল
তবে এবার হবে মাত
যারা জোগায় দেশের ভাত
তারাই উল্টে দেবে গোদি

হেরে ভূত হয়ে যাবে মোদী
বিজেমূল, ওরা সব বিজেমূল
বিজেমূল! ওরা হলো বিজেমূল
ভাইপো খাদের ধারে

খাদানের বালি ঝাড়ে
সোনা হলে গরুর দুধে
বউ নিয়ে যায় পাচারে
সামনের চৈত্র সেলে

দিদি আছে দোকান খুলে
চোর সাফ সুতরা হবে
বিজেপি নিলেই পরে
ও টুম্পা সনম

খেলাম তোরই কসম
ওদের গট আপ বাজির
খেল করবোই খতম
এবার চাকরিটা চাই

আমি ধরবো লাটাই
তোকে করবো ঘুড়ি
বাজবে বিয়ের সানাই
টুম্পা,তোকে নিয়ে ব্রিগেডে যাবো

টুম্পা,চেন ফ্লাগে মাঠ সাজাবো
টুম্পা,২৮শে তুলবো আওয়াজ
টুম্পা,মোদি দিদি সব ভোগে যাক টুম্পা

Tumpa Brigade Chol Lyrics In English

Advertisement

Gotobare balet khule
Tipechi jora phule
Dhumadhum lej ta tule
Nechechi sob ta vule

Vebechi chakri pabo
Biyete lok khayabo
Tarpor hotat dekhi
Guser takay montri chole

Bobi khelo sando pore
Mukuler mirjapure
Sovoner toyale jure
Kal boishakhir sure

Modi ji vison ragi
Tokhon ami vebe chilam
Tarpor hotat dekhi
Sob chorerai goyal ghore

O tupa sona
Ki bolbo mairi
Oder valoi setting
Missing delor dairy

Onek vebe niye
Sese bujlam giye
Pisir talir chaler mal e
Podmer jale

Tumpa!
Toke niye brigade jabo
Tumpa!
Chain flage math sajabo

Tumpa!
28 se tulbo awaj
Modi didi sob voge jak tumpa

Ei tumpa brigade chol
Tumpa dekha tune khel
Modi keyse kiya fail
Kohi puche to kuch unko kavi

Lake chola jail
Tobe ebar hobe mat
Jara jogay desher vat
Tarai ulte debe godi

Here vut hoye jabe modi
Bijemul,ora sob bijemul
Bijemul, ora holo bijemul
Vaipo khader dhare

Khadaner bali jhare
Sona hole gorur dudhe
Bou niye jay pachare
Samner choitro sale a

Didi ache dokan khule
Chor saf sutra hobe
Bjp nilei pore
O tumpa sanam

Khelam tor e kasam
Oder got up bajir
Khel korboi khatam
Ebar chakrita chai

Ami dhorbo latai
Toke korbo ghuri
Bajbe biyer sanai
Tumpa, toke niye brigade jabo

Tumpa!
Chain flage math sajabo

Tumpa!
28 se tulbo awaj
Modi didi sob voge jak tumpa

Singer: Nilaj Niyogi

For More Details Click Here.

Get More Bengali Song Lyrics 

Music Video

Advertisement

Leave a Comment