Tumi Jantei Paro Na Lyrics (তুমি জানতেই পারো না) | Cheeni-2

Tumi Jantei Paro Na Lyrics: Tumi Jantei Paro Na is a newly released romantic song from the movie Cheeni-2. This song was sung by Mahtim Shakib.

If you are looking for Tumi Jantei Paro Na Lyrics in Bengali, then this post is for you.

Song Details:

Song: Tumi Jantei Paro Na
Music: Mainak Mazoomdar
Singer: Mahtim Shakib
Lyricist: Nilanjan Chakraborty 
Film: Cheeni-2

Also Read:

Akasheo Alpo Neel Lyrics (আকাশেও অল্প নীল) | Kabir

O Jibon Tomar Sathe Lyrics (ও জীবন তোমার সাথে)

Oboseshe Lyrics (অবশেষে) | Arijit Singh | Kishmish Movie

Tumi Jantei Paro Na Lyrics

Tumi Jantei Paro Na Lyrics

Music Video:

Tumi Jantei Paro Na Lyrics In Bengali

Advertisement

তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙ্গেছি মন
আমি নিজের বলতে
তোমায় চেয়েছি

তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে
তোমায় চেয়েছি

তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি
ওও ..
তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি

তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন
আমি নিজের বলতে
তোমায় চেয়েছি

তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে
তোমায় চেয়েছি

তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি
হুম ..
তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি

তুমি শান্ত তবুও
কি চেঁচিয়ে মন ভাঙতো
ভোর হবে ঠিকই রাত জানতো
যতটুকু জড়িয়ে থাকা যায়

ও ও.. তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে
বরাবর দোটানাতে থাকলে
কিভাবে আজীবন বাঁচা যায়

তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ
জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ
তোমায় দিয়েছি

তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি
হুম ..
তুমি জানতেই পারো না
তোমায় কত ভালবেসেছি

Tumi Jantei Paro Na Lyrics In English

Advertisement
Advertisement

Leave a Comment