Thik Emon Ebhabe Lyrics: Thik Emon Ebhabe is a very romantic song from the movie Gangstar. This song was sung by Arijit Singh.
If you are looking for Thik Emon Ebhabe Lyrics in Bengali, then this post is for you.
Song Details:
Song : Thik Emon Ebhabe
Movie : Gangster
Music: Arindom
Singer: Arijit Singh
Lyrics: Prasen
Also Read:
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) | Arijit Singh
Tomake Chai Lyrics (তোমাকে চাই) | Gangster | Arijit Singh
Amader Surjo Merun Lyrics(আমাদের সূর্য মেরুন) | Arijit Singh
Thik Emon Ebhabe Lyrics
Music Video:
Thik Emon Ebhabe Lyrics In Bengali
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
তোরই মতো কোন
একটা কেউ
কথা দিয়ে যায়
ছায়া হয়ে যায়
তোরই মতো কোন
একটা কেউ
ভাসিয়ে আমায়
দূরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
আটকে তোকে রাখতে
চাইছি খুব
সকালে আমার
বিকেলে আমার
তুই ডাক না দিলে
থাকবো আমি চুপ
দিনেতে আমার
দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
Thik Emon Ebhabe Lyrics In English
Coming soon…