Take Olpo Kache Dakchi Lyrics (তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স)

Take Olpo Kache Dakchi Lyrics: The Music Track from the movie Prem Tame”. If you are looking for lyrics of this song then this post is for you.

Song Details:

Song: Takey Olpo Kachhe Dakchhi
Singer: Mahtim Shakib
Music and Lyrics: Shibabrata Biswas

Also Read:

Aguner Poroshmoni Lyrics (আগুনের পরশমণি)

Sri Krishna 108 Names In Bengali List (শ্রী কৃষ্ণের ১০৮ টি নাম)

Khachar Pakhi Lyrics (খাঁচার পাখি) | Lyricsblue

Ekjone Chobi Ake Lyrics (একজনে ছবি আঁকে) | Anirban Sur

 

Take Olpo Kache Dakchi Lyrics (তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স)

Take Olpo Kache Dakchi Lyrics

Music

 

Take Olpo Kache Dakchi Lyrics In Bengali

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও,

তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার।
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,

তবু অল্পে হারাচ্ছি আবার।।
ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই
ফাঁকা বুক, চেনা সুখ

জানি ঘুম সে ভাঙাবেই
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই।
মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার

তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।
তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার।

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

Take Olpo Kache Dakchi Lyrics In English

Take alpo kache dakchi
Aar agle agle rakhchi
Tobu olpei harachhi abar
Take chobo chobo vabchi

Aar chuyei palachhi
Pher takei chutey jachhi abar
Obhiman pichu naam
Take pichu ferao

Taar kane na jay pichu daak amar
Mukh bujei taake dakchi abar
Take alpo kache dakchi
Aar agle agle rakhchi

Tobu alphe harachi abar
Faka buk, chena shuk
Jani ghum se vagabai
Faka buk, chena shuk

Jani ghum se vagabai
Veja mon boli son
Ratvor jagte nai
Mukhchora dak take ghum parak ebar

Take chuye swapno bunchi abar
Take alto gaye makhchi
Ar akreh muthoi dhakchi
Tobu mutho alga rakchi abar

Take chobo chobo vabchi
Aar chuyei palachhi
Pher takei chutey jachhi abar

Leave a Comment