Swami Vivekananda Bani in Bengali With Images: Swami Vivekananda is a great patriot, social reformer man of letters. He had a great patriotic spirit. His works inspire the youth of India.
If you are looking for Swami Vivekananda Inspiration Quotes in Benagli. Then you search end here. In this post we wrote Top 100+ Swami Vivekananda Bani In Bengali.
Also Read:
Badam Badam Kacha Badam Lyrics (বাদাম বাদাম কাঁচা বাদাম)
Sri Krishna 108 Names In Bengali List (শ্রী কৃষ্ণের ১০৮ টি নাম)
Tumi Bojhoni Ami Bolini Lyrics (তুমি বুঝনি আমি বলিনি) – Oviman
Top 50 Best Bengali Song Lyrics – Best [List Updated 2022]
Top 100+ Swami Vivekananda Bani In Bengali With Images
Swami Vivekananda Bani In Bengali With Images
1.জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!”
2.“ওঠো, জাগাে এবং লক্ষ্যে না পোঁছানাে পর্যন্ত থেমাে না।
3.“কারও জন্য অপেক্ষা করাে না,
যা তুমি করতে পারাে, তা দিয়েই শুরু করাে।”
4.একটি লক্ষ্য গ্রহন কর এবং সেই লক্ষ্যের উপর
নিজের ধ্যান-জ্ঞান চিন্তা ধারাকে উৎসর্গ কর।”
5.নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব
জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না।
এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই।”
6.“আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে
জগতের কোন শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। “
7.যে সমস্ত জ্ঞান তােমায় শক্তিশালী
মজবুত করে তাকে গ্রহণ করাে এবং
যে বিচার ও জ্ঞান তােমায় দুর্বল করে
দেয় তাকে দূর করা দরকার।”
8. একদিনে বা একবছরে সফলতার আশা
করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখাে।”
9.ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ|
Swami Vivekananda Bani In Bengali With Images
10.পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কর তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।
11.মনের শক্তি সূর্যের কিরণের মত
যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়
তখনই এটি চকচক করে ওঠে
12. দুনিয়া তােমার সম্বন্ধে কি ভাবছে
সেটা তাদের ভাবতে দাও
তুমি তােমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো
13. কখনাে না বলো না,
তুমি চেষ্টা করলে
সব কিছুই করতে পারাে,
তুমি অনন্ত শক্তির আধার।
তােমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে,
তুমি সব কিছুই করতে পারাে।”
14. কখনও বড় পরিকল্পনার
হিসাব করো না,
ধীরে ধীরে আগে শুরু করাে,
তােমার ভূমি নির্মাণ করাে
তারপর ধীরে ধীরে
তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও ”
15. যদি কোনোদিন আপনার চলার পথে
কোনো সমস্যা না আসে,
তাহলে আপনি নিশ্চিত হতে পারেন
যে আপনি ভুল পথে হাঁটছেন
16. “যা কিছু আপনাকে শারীরিক,
বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে
দুর্বল করে তোলে সেটাকে
বিষ ভেবে প্রত্যাখ্যান করুন”
17. অন্য কারোর জন্য অপেক্ষা করো না,
তুমি যা করতে পারো সেটা করো
কিন্তু অন্যের উপর আশা করো না
18. যেই রকম আপনি ভাববেন
ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন।
যদি আপনি নিজেকে দুর্বল
হিসাবে বিবেচনা করেন
তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন
আর আপনি যদি নিজেকে
শক্তিশালী মনে করেন,
তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন”
19. আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে
রয়েছে তাই সর্বদা জীবনে ভালাে চিন্তা করা দরকার
20. “সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের
জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয়।”
Swami Vivekananda Bani In Bengali With Images
21. ভগবান তাকেই সাহায্য করে যে
নিজেকে নিজে সাহায্য করে। “
22. মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়,
যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে,
আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।”
23. তুমি যা চিন্তা করবে, তাই হয়ে যাবে।
যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হবে।
তেজস্বী ভাবলে তেজস্বী হবে।”
24. একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবী কোন
ভালো বই তোমায় তা শেখাতে পারবে না।”
25. একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবী কোন
ভালো বই তোমায় তা শেখাতে পারবে না।”।
26. তুমি যদি সঠিক হও তাহলে তা
প্রমান করার চেষ্টা করো না।
চুপচাপ অপেক্ষা করো সময়
সবকিছুর জবাব দিয়ে যাবে।”
27. “সে ভীরু, কাপুরুষ
যে সবসময় ভাগ্যের উপর
নিজেকে ছেড়ে দেয়,
যে বলে এটা ভাগ্যের পরিহাস।
সেই বলশালী,শক্তিশালী বীর,
সেই বলে আমি আমার ভাগ্য
নিজেই তৈরি করে নেব।”
28. “আবেগের পথে না চলে বিবেকের
পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা
সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর
শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক।”
29. “যদি সত্যিই মন থেকে কিছু করতে
চাও তাহলে পথ পাবে আর যদি না
চাও তাহলে অজুহাত পাবে।”
Swami Vivekananda Bani In Bengali With Images
30. “ধর্ম মানে শুধু মতবাদ নয়,
ধর্ম মানে সাধনা।
সৎ হওয়া আর সৎ কর্ম করা –
এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম।”
31. “সেবা করো তাৎপরতার সাথে।
দান করো নির্লিপ্ত ভাবে।
ভালোবাসো নিঃস্বার্থভাবে।
ব্যয় করো বিবেচনার সাথে।
তর্ক করো যুক্তির সাথে।
কথা বলো সংক্ষেপে।”
33. “তোমাকে ভিতর থেকে বাড়তে হবে তোমাকে
কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ
না তুমি নিজ থেকে চেষ্টা করছো। মনে রাখবে
আপনার নিজের আত্মা থেকে
কোনও বড়ো শিক্ষক আর নেই।
34. “যতক্ষন বেঁচে রয়েছ, শিখতে থাকো।
কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষক
35. চারাগাছকে যেমন জোর করে বাড়ানো যায় না,
শিশুকেও তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না।
চারাগাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয়।
শিশু নিজেই শিক্ষা লাভ করে।
36. শিক্ষক চরিত্রের অপাপবিদ্ধতা, চিত্তশুদ্ধি, নির্লোভতা,
শাস্ত্রের যথার্থ মমার্থ জ্ঞান, প্রেমপরতা অত্যাবশ্যক।”
স্বামীজির মতে একজন আদর্শ শিক্ষকের
ক্ষেত্রে এই গুণগুলি থাকা দরকার।”
37. “পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান,
পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ,
এই দুয়ের মধ্যে একটি সুস্থ মিলন চাই।”
38. খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায়
পতনের দিকে নিয়ে যাবে। অপরদিকে
তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম
দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে।
39. “জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম –
মুক্তির এই চারটি পথ।
প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত
পথ অনুসরণ করে চলে।
তবে এই যুগে কর্মযোগের উপর
বিশেষ গুরুত্ব দেয়া উচিত।”
40. যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়।
যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে
নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক।”
Swami Vivekananda Bani In Bengali With Images
41. “মনের মতো কাজ পেলে
অতি মূর্খও করতে পারে।
যে সকল কাজকেই মনের মতো
করে নিতে পারে,
সেই বুদ্ধিমান।
কোনো কাজই ছোট নয়।”
42. “যেসব ব্যাক্তি নিজের সুখ চিন্তায়
একরকম উদাসীন তাঁরাই জগতে
সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন।”
43. “সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে,
কিন্তু কোনােকিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।”
44. উপরে উঠতে হলে সবার আগে
নিজেকে হাল্কা কর
নিজের মধ্যের সব অহঙ্কারকে
টেনে বের করে দাও
45. একটি সময়ে একটি কাজ করাে
এবং সেটা করার সময় নিজের
সবকিছুই তার মধ্যে ব্যয় করে দেও।”
46. ভাগ্য বলে কিছু নেই, – যা আছে
তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের
চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।
47. “জগৎ সংসার কি ভাবছে, সে দিকে
তােমার চিন্তা করার কিছুই নেই
দুনিয়াকে ভাবতে দাও কিন্তু
তুমি তােমার কার্যে অবিচল থাকো।”
48. “যখন আপনি ব্যস্ত থাকেন
তখন সব কিছুই সহজ বলে মনে হয়
কিন্তু অলস হলে কোনো কিছুই
সহজ বলে মনে হয়না”
49. “সৌভাগ্য” প্রতিটি ব্যাক্তির সাথে
দেখা করার জন্য প্রতীক্ষা করে
কিন্তু যে পরিশ্রম করে একমাত্র
তার সাথেই দেখা হয়।’
Swami Vivekananda Bani In Bengali With Images
50. “কোনাে বড় কাজই কঠোর
পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।”
51. সাহসী লােকেরাই কেবল
বড় বড় কাজ করতে পারে।
52. কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া
আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত।”
53. যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি
সাফল্য তার কাছেই এসে ধরা দেয়।
কারণ যে নদী যত গভীর হয়
তার বয়ে যাওয়ার শব্দ তত কম!
54. সময় বেশি লাগলেও ধৈর্য্য
সহকারে কাজ করাে সাফল্য তুমি পাবেই।
55. যদি সেরা হতে চাও তাহলে
তোমার ভিতরের অহংকারকে
টেনে বের করে ফেলো…
এবং স্বয়ং হালকা হও কারন
তারাই শ্রেষ্ঠ হয় যারা নিরহংকারী হয়।
56. প্রেম ও সহানুভূতিই একমাত্র পন্থা। ভালবাসাই একমাত্র উপাসনা।
57. সত্যকে তুমি যতবার যেইভাবেই বোলো
না কেন – তা সবসময় সত্যিই থাকবে।”
58. “জগতে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই হল সেই পাপ,
সেজন্য সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করা দরকার “
59. “মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়
ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয়।
তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই
প্রতিকারের উপায় ৷ তার মধ্যে যে শক্তি আগে
থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও।”
60. “অপমানের উচিত শিক্ষা অপমান নয়।
এমন কিছু করে দেখাও যেন সে
নিজের কাছেই নিজে ছােট হয়ে যায়।”
Swami Vivekananda Bani In Bengali With Images
61. বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন
কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে।”
62. “আমাদের জীবন আমাদের চিন্তার
ভিত্তিতে দাঁড়িয়ে তার জীবনে
ভালাে চিন্তা করা জরুরি।”
63. “জ্ঞানী কে তার ভুল ধরিয়ে দিলে, সে তোমাকে বন্ধু
বানিয়ে নেবে আর একজন মূর্খ কে তার ভুল দেখালে,
সে তোমাকে শত্রু ভেবে নেবে।”
64. তর্কের চেয়ে নিরবতা ভালো
প্রতিশোধ নেওয়ার চেয়ে
রাস্তা বদলে ফেলা ভালো
আর সার্থপর লোকের পাশে
চলার চেয়ে একলা চলা ভালো
65. “পূর্ন নারীত্বের বিচারই হল পূর্ণ স্বাধীনতা।”
66. একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যকে
তােমার জীবন বানিয়ে নাও!
সেই লক্ষ্যকে নিয়েই সারাক্ষণ
চিন্তাভাবনা করাে ওই লক্ষ্য
নিয়েই স্বপ্ন দেখাে এবং
সেই লক্ষ্যকে পূরণ করার
জন্য সবকিছু করাে।”
67. জীবনে অনেক লক্ষ্যথাকা
জরূুরি নয় কিন্তুু যে লক্ষ্যটি
আছে তাপূর্ণ করা জরুরি
68. “ঘৃনার শক্তি অপেক্ষা
প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান
69. “দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি
নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে
তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন।”
Swami Vivekananda Bani In Bengali With Images
70. ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না।
অন্যকে যদি সাহায্য করিতে চাও,
তবে তোমার নিজের অহং কে
বিসর্জন দিতে হইবে।”
71. “ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত,
সীতা তার আদর্শ।”
72. “আমরা স্ত্রীলোককে নিচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি
তার ফল…
আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র।”
73. নারীজাতির উন্নতি এবং জনমার্গের জাগরণ
এই দু’টিরই প্রয়োজন সর্বপ্রথম এবং তখনই
কোনো দেশের তথা সমগ্র জগতের প্রকৃত কল্যাণ হতে পারে।”
74. পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়,
তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ।
75. দিনে একবার হলেও নিজের
সঙ্গে কথা বলাে তা নাহলে।
তুমি দুনিয়ার সবচেয়ে মহান
ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না।”
76. নিজের উপর বিশ্বাস না এলে
ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।
“সব শক্তিই আমাদের মধ্যে
আছে আমরা সবকিছু করতে পারি।”
77. যে মানুষ সর্বদা অন্যের সেবা করে সেই মহান ।”
78. নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে
ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে।”
79. দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি
নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে
তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন।”
Swami Vivekananda Bani In Bengali With Images
80. জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র;
জগত এখন তাদের চায় – যাদের
জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য।”
81. ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে
মূর্খরা ভাবে লোকটি দূর্বল
কিন্তু আসলে সে জানে না
এই গুনটি অর্জন করা কত কঠিন।”
82. “উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না,
স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না ।”
83. নিরাশ হইও না।
স্মরণ রাখিও,
ভগবান গীতায় বলিতেছেন,‘
কর্মে তোমার অধিকার,ফলে নয়।’
84. আমাদের বিশ্বাস—সব প্রাণীই ব্রহ্মস্বরূপ।
প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো
একজনের সঙ্গে আর একজনের তফাত
কেবল এই কোথাও সূর্যের উপর
মেঘের আবরণ ঘন
কোথাও এই আবরণ একটু পাতলা
আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে
ইহা সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ আর
শারীরিক,মানসিক বা আধ্যাত্মিক স্তরে
মানবের উন্নতির সমগ্র ইতিহাসের
সার কথাটাই এই এক আত্মাই
বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন
85. “যে রকম বীজ আমরা বুনি
সে রকমই ফসল আমরা পাই
আমরাই আমাদের ভাগ্য তৈরী করি
তার জন্য কাউকে দোষারোপ
করার কিছু নেই
কাউকে প্রশংসা করারও কিছু নেই ”
86. ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ?
দরিদ্র,দুঃখী,দুর্বল সকলেই কি
তোমার ঈশ্বর নহে?
অগ্রে তাহাদের উপাসনা কর না কেন?
গঙ্গাতীরে বাস করিয়া কূপ খনন করিতেছ কেন?
প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস কর।
87. এই কথা মনে রেখো
দুটো চোখ,দুটো কান,কিন্তু একটা মুখ
উপেক্ষা উপেক্ষা,উপেক্ষা
‘ন হি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গাতিং তাত গচ্ছতি’
88. এই জগতে ধনের সন্ধান করিতে গিয়া
তোমাকেই শ্রেষ্ঠ রত্নরূপে পাইয়াছি
হে প্রভু,তোমারই নিকট আমি নিজেকে বলি দিলাম
ভালবাসার পাত্র খুঁজিতে গিয়া
একমাত্র তোমাকেই ভালবাসার পাত্র পাইয়াছি
আমি তোমারই নিকট আমি নিজেকে বলি দিলাম
89. আমার লক্ষ্য কেবল ভেতরের
আত্মতত্ত্বের দিকে
সেইটি যদি ঠিক হয়ে যায়
তবে আর সবই ঠিক হয়ে যাবে
এই আমার মত
Swami Vivekananda Bani In Bengali With Images
90. এমন কাজ করে চলো যে
তুমি হাসতে হাসতে মরবে
আর জগৎ তোমার জন্য কাঁদবে
91. পূর্ণত্বলাভের পথ এই যে
নিজে ঐরূপ চেষ্টা করতে হবে এবং
অন্যান্য স্ত্রী-পুরুষ যারা সচেষ্ট
তাদের যথাশক্তি সাহায্য করতে হবে
92. প্রত্যেকের আদর্শ ভিন্ন ভিন্ন
ভারতের আদর্শ ধর্মমুখী বা অন্তর্মুখী
পাশ্চাত্যের বৈজ্ঞানিক বা বহির্মুখী
পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক উন্নতিও
সমাজের উন্নতির ভিতর দিয়া করিতে চায়
আর প্রাচ্য এতটুকু সামাজিক শক্তিও
আধ্যাত্মিকতার মধ্যে দিয়া লাভ করিতে চায়
93. মন যখন জীবনের উচ্চতম
তত্ত্বগুলি সম্বন্ধে চিন্তা করিতে
অসমর্থ হয়,তখন ইহা মস্তিস্কের
দুর্বলতার নিশ্চিত লক্ষণ
বলিয়া জানিতে হইবে।
94. “যা পারো নিজে করে যাও,
কারও ওপর আশা বা ভরসা
কোনোটাই কোরো না।
95. প্রেমই জীবন
উহাই জীবনের একমাত্র গতিনিয়ামক
স্বার্থপরতাই মৃত্যু,জীবন থাকিতেও ইহা মৃত্যু
আর দেহাবসানেও এই স্বার্থপরতাই
প্রকৃত মৃত্যুস্বরূপ
96. শতকরা নব্বই জন নরপশুই মৃত
প্রেততুল্য কারণ হে যুবকবৃন্দ
যাহার হৃদয়ে প্রেম নাই
সে মৃত ছাড়া আর কি?
97. “কাজ করো নির্ভীকভাবে
এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। “
98. মস্তিস্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা
দিয়ে পূর্ণ করো
দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো
এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে”
99. “যারা তোমাকে সাহায্য করেছে
তাদের কখনও ভুলে যেও না
যারা তোমাকে ভালোবাসে
তাদের কখনও ঘৃণা করো না
যারা তোমাকে বিশ্বাস করে,
তাদের কখনও ঠকিয়ো না।”
100. “বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে
আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি”
Swami Vivekananda Bani In Bengali With Images
101. “মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয়
আপনার মনের ভীতর অবস্থিত”
102. “যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই,
সে আসলে মরতে বসেছে।
যত দিন বেঁচে আছো শিখতে থাকো।”
103. অনুতাপ কর না,
পূর্বে যে-সব কাজ করেছ,
সে-সব নিয়ে মাথা ঘামিও না,
এমন কি যে-সব ভাল কাজ করেছ,
তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও।”
104. “শেখার জন্য এটাই হল প্রথম শিক্ষা
দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো
কিছুকে অভিশাপ দেবে না
বাইরের কাউকে দোষ দেবে না
কিন্তু উঠে দাড়াও নিজেকে দোষ দাও
তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার
জন্য এটাই হল সঠিক পন্থা”
105. “ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য…
এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি”
106. “নিজের জীবনে ঝুঁকি নিন,
যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন
আর যদি হারেন তাহলে আপনি অন্যদের
সঠিক পথ দেখাতে পারবেন”
107. “মনে করিও না, তোমরা দরিদ্র।
অর্থই বল নহে…
সাধুতাই-পবিত্রতাই বল।
আপনাতে বিশ্বাস রাখো।
প্রবল বিশ্বাসই বড় কাজের জনক।”
108. “গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে,
সেটা আবার কখনও ভালো হতে পারে?
যেখানে মেয়েদের স্বাধীনতা নেই,
সে জাত কখনো উন্নতি করতে পারে না।”
109. সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক।