Subho Rath Yatra Wishes In Bengali (শুভ রথযাত্রা শুভেচ্ছা)

Subho Rath Yatra Wishes In Bengali: Here we provide some Rath yatra special wishes in Bengali. If you are looking for Subho Rath Yatra Wishes In Bengali, then this post is for you.

Also Read:

Rath Yatra Bengali Kobita (রথযাত্রা) | Rabindranath Tagore

Jagannath Ashtakam Lyrics In Bengali (জগন্নাথ অষ্টকম)

Brojo Gopi Khele Hori Lyrics (ব্রজ গোপী খেলে হরি )

Jagannath Mantra In Bengali(জগন্নাথ মন্ত্র) | Lyricsblue

Subho Rath Yatra Wishes In Bengali

Subho Rath Yatra Wishes In Bengali

Subho Rath Yatra Wishes In Bengali (1-10)

Advertisement

1.ভগবান জগন্নাথের আশীর্বাদে,
তুমি সুখে শান্তিতে থাকো,এই কামনা নিয়ে জানাই
রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ রথযাত্রা

2.এই উৎসবের দিনে,ঈশ্বর তোমার জীবনকে
আনন্দে ভরে তুলুক,তোমার মনে
শান্তির সঞ্চার হোক,
শুভ রথযাত্রা

3.নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে।
বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ
রথযাত্রার অভিনন্দন ও শুভ কামনা।
শুভ রথযাত্রা
4.ভগবান জগন্নাথ আপনার জীবনে সাফল্য,
সমৃদ্ধি এবং সুখের সেরা রঙ ভরিয়ে তুলুক।
আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যকে
রথযাত্রার শুভ কামনা রইল
শুভ রথযাত্রা

5.জগন্নাথ দেবের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক।
শুভ রথযাত্রা

6.জগন্নাথ দেবের আশীর্বাদে
আমাদের জীবনেরসমস্ত পাপ
এবং বাধা ধ্বংস হয়ে যাক।
শুভ রথযাত্রা

7.মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার
এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার
পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন।
শুভ রথযাত্রা

8.এই রথযাত্রায়,ভগবান জগন্নাথের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক
তোমার জীবন সুখ-শান্তি এবং আনন্দে পরিপূর্ণ থাকুক
শুভ রথযাত্রা

9.শরণাগতির আরতি নিয়েচরণ ধরে
সর্বভূতেজাত পাত ভুলে সকল মানুষরথের দরি চায় ছুঁতে
শুভ রথযাত্রা

10.রথযাত্রার পুণ্য তিথিতে করুণা সিন্ধুর
কাছে করজোড়ে প্রার্থনা যেন প্রভু মিটিয়ে
দেন সবার মনের সাধ, দূর করেন সকল অবসাদ
শুভ রথযাত্রা

Subho Rath Yatra Wishes In Bengali (11-16)

Advertisement

11.জগন্নাথ দেবের কৃপায় যেন সকলের সুস্বাস্হ্য,
সুখ ও সমৃদ্ধি বজায় থাকে ।
তাঁর আশীর্বাদ যেন নিরন্তর ঝরে পড়ে মানবজাতির ওপর!!
ঈশ্বরের কাছে এই কামনা এবং প্রার্থনা
শুভ রথযাত্রা

12.দুঃখ গুলো ভুলে গিয়েরথযাত্রার আানন্দে
মেতে উঠুক সবার মনসবাইকে
রথযাত্রারশুভেচ্ছা ও অভিনন্দন
শুভ রথযাত্রা

13.নারদ মনির কৃপায় তোমায় পেলাম
এই ধরাতে সুমধুর রূপ গরা ছিলো বিশ্ব কর্মার
হাতে প্রভু নয়নমনি কৃপা করো তুমি
তুমি জগতের নাথ জয় জগন্নাথ
শুভ রথযাত্রা

14.ধীরে ধীরে ওই আসছে রথ
রথের উপর জগতের নাথ
ভক্তেরা দড়িতে দিয়েছে টান
চারিদিকে বইছে আনন্দের বান
উল্টো রথের মেলা আজকে হবে শেষ জগন্নাথ
তুমি মুছিয়ে দিও সব দুঃখ ক্লেশ
শুভ রথযাত্রা

15.ভগবান জগন্নাথের হাতসর্বদা আপনার মাথায় থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ রথযাত্রা

16. “জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে”  
শুভ রথযাত্রার পূণ্য লগ্নে সকলকে জানাই
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন
শুভ রথযাত্রা

Advertisement
Advertisement

Leave a Comment