Subho Noboborsho In Bengali: This time the situation is much better than in the last two years. That is why Bengalis started celebrations. Bengali New Year (Noboborsho) is an important festival for Bengalis. We exchange sweets, hugs, good wishes, etc.
Take a look at what virtual greeting messages you can share on Noboborsho from your WhatsApp, Facebook, Instagram, or other social media.
Also Read:
Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ লিরিক্স) | Naboborsho
Top 7 Noboborsho Kobita (নববর্ষের কবিতা) | Short Poem – 20212
Eso He Boishakh Lyrics (এসো হে বৈশাখ) – Rabindra Sangeet
Aguner Poroshmoni Lyrics (আগুনের পরশমণি) In Bengali
Subho Noboborsho In Bengali 1429 | Wishes, Greetings, Images
Subho Noboborsho In Bengali Text 1429
1. আমার কাছের এবং প্রিয়জনকে
জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ ১৪২৯
2. এসো, এসো হে বৈশাখ
তাপস নিঃশ্বাস বায়ে মূমুশূরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
শুভ নববর্ষ ১৪২৯
3. মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হক ধরা
শুভ নববর্ষ ১৪২৯
4. তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর
ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
শুভ নববর্ষ ১৪২৯
5. আজ শুধু বৈশাখ নয়
শহরটা ও ভীষন একলা
শুভ নববর্ষ ১৪২৯
6. নতুন আশা নতুন প্রাণ
নতুন সুরে নতুন গান
নতুন জীবনে আসুক
নতুন আলো
নতুন বছর কাটুক ভালো
শুভ নববর্ষ ১৪২৯
7. বছর শেষের ঝড়া পাতা বললো উড়ে এসে
একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে
নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্ন গুলো সত্যি করে খুব ভালো থেকো
শুভ নববর্ষ ১৪২৯
8. নতুন বছর জ্বলে উঠুক নতুন আলোয়, নতুন আশায়
শুভ নববর্ষ ১৪২৯
9. ফুরিয়ে গেলো একটি বছর
সময় এলো বিদায় বেলার
নতুন বছর কাটুক ভালো এই টুকু শুধু চাইবো
শুভ নববর্ষ ১৪২৯
Subho Noboborsho In Bengali Greetings 1429
10. নতুন বছর মানে সব কিছুই নতুন
নতুন জামা নতুন জুতো নতুন আশা নতুন জীবন
শুভ নববর্ষ ১৪২৯
11. আঁধার ভেদ করে সূর্য
প্রতি জীবন দুয়ারে পৌঁছে
গ্লানি ভুলে এসো রাঙিয়ে তুলি জীবনের নতুন বছর টিকে
শুভ নববর্ষ ১৪২৯
12.নতুন দিনের নতুন আলো
দূরে যাক সব কালো
নতুন সূর্য নতুন প্রাণে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে
মেতে উটুক মন নতুন বর্ষে
শুভ নববর্ষ
শুভ নববর্ষ ১৪২৯
13. বাউল গানের ছন্দে তালে
নতুন বছর আসছে ঘুরে
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙা মাটির পথটি জুড়ে
শুভ নববর্ষ ১৪২৯
14. নব আনন্দে জাগবে প্রভাত আজ এ নব কিরণে
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে
শুভ নববর্ষ ১৪২৯
15.নববর্ষের নতুন সূর্য সবার জীবনে নিয়ে আসুক আনন্দ সৌভাগ্য এবং সাফল্যের আলো
শুভ নববর্ষ ১৪২৯
16.নববর্ষ মানে
রাতে জেগে থাকা আর দিনে ঘুমানো
নববর্ষ যেনো নববর্ষ নয় খরচের সমাহার
চোখের সামনে ভেসে রং বেরংয়ের অফার
17.নতুন বছরে রইলো ভুঁড়ি ভুঁড়ি শুভেচ্ছা
18.শুভ নববর্ষ
নতুন বছর সবার খুব ভালো কাটুক
ভালো থাকুন
সুস্থ থাকুন
19.পুরনো সকল গ্লানি ভুলে বছর শুরু হোক নতুন করে
আবার নতুন স্বপ্ন দেখা নববর্ষের টানে
সবাই কে জানাই শুভ নববর্ষএর প্রীতি ও শুভেচ্ছা
20.পাশ কাটিয়ে ব্যর্থতার সকল অমাবস্যা
আমাদের বাঁচিয়ে রাখুক দীপ্তিময় নতুন শিখা
পহেলা বৈশাখের শুভেচ্ছা
Subho Noboborsho In Bengali Images 1429