Best 30+ Subho Bijoya Wishes In Bengali (শুভ বিজয়া দশমী)

Subho Bijoya Wishes In Bengali: Durga Puja is a great festival in Kolkata and Durga puja is an emotion of every Bengali. Bijoya is the last day of Durga puja.

If you are looking for Subho Bijoya Wishes In Bengali, Then this post is for you.

Also Read:

Best 20+ Maha Navami Wishes In Bengali (শুভ মহানবমী)

Best 30+ Maha Ashtami Wishes In Bengali (মহাষ্টমী শুভেচ্ছা)

Best 30+ Mahalaya Wishes In Bengali | শুভ মহালয়ের শুভেচ্ছা

Best 20+ Subho Sasthi Wishes In Bengali(শুভ ষষ্ঠীর শুভেচ্ছা)

 

Subho Bijoya Wishes In Bengali

Subho Bijoya Wishes In Bengali

Subho Bijoya Wishes In Bengali (1-10)

Advertisement

1.এবার মা গো বিদায় তবে আসছে
বছর আবার হবে
শুভ বিজয়া দশমী

2. সিঁদুর, ঢাকের আওয়াজ ও ধুনোর গন্ধ
সাথে নিয়ে মা ফিরে গেলেন।
দিয়ে গেলেন আবার আসার আশ্বাস
শুভ বিজয়ার শুভেচ্ছা

3.বিসর্জন মানে আবার আসবে ফিরে খুশী থাকুক
সর্বদা তোমায় ঘিরে দশমীর আত্মীয়তা
একটু মিষ্টিমুখে..সবাই থেকো সুখে
সবাইকে জানাই শুভ বিজয়া

4.ঠাকুর থাকবে সারাক্ষণ, মায়ের হয়না বিস্বর্জন ।
সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা

5.সকলকে জানাই শুভ বিজয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা |
উৎসবের রেশ থাকুক চিরন্তন
শুভ বিজয়ার শুভেচ্ছা

6.সকল স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে,
মা-এর আসা, মা-এর যাওয়া নতুন খুশির নতুন হাওয়া,
দুঃখ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে।
শুভ বিজয়ার শুভেচ্ছা

7.মা কোথাও যায় না, সবার মধ্যেই রয়ে যায়।
শুভ বিজয়ার শুভেচ্ছা

8.সিঁদুর খেলায় মায়ের বিদায়। আসছে বছর আবার হবে।
আবার এসো মা । সব দুঃখ কষ্ট বিনাশ করে এক সুস্থ পৃথিবীতে
শুভ বিজয়ার শুভেচ্ছা

9.শুভ বিজয়া দশমী..
বিসর্জনের মনখারাপ ।সঙ্গী আজ সিনেমা থাক

10.ঢাকের কাঠির মিষ্টি রেশ, পূজা এবার হলো শেষ 
নুতন আশায় বাঁধি বুক, সবার ইচ্ছে পূরণ হোক।
আসছে বছর আবার হবে, কে জানে কে কোথায় রবে।
শুভ বিজয়া

Subho Bijoya Wishes In Bengali (11-20)

Advertisement

11.চলে এল মা দুর্গার বিদায় বেলা
মন ভার করে মা চলল শ্বশুর বাড়ি৷
তাই নূতন আশা বাঁধছি মনে আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া

12.দশমীর দিন মা কে বলতে মন চায়
“Abhi na jao chhod kar ke dil abhi bhara nahi
শুভ বিজয়ার শুভেচ্ছা

13.আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদছে সবার মন,
উমাও কাঁদে মুখ লুকিয়ে আজ যে বিসর্জন
শুভ বিজয়ার শুভেচ্ছা

14.ঢাকের আওয়াজ হলো মৃদু,
মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে,
আসছে বছর আবার হবে, সবাই কে মা রেখো সুখে.
বিজয়া হোক মিষ্টি মুখে. শুভ বিজয়া

15.আচ্ছা মায়ের কি সত্যিই বিসর্জন হয়?
মা যে সব নারীনারীতেই প্রচ্ছন্নরূপে বর্তমান শুধু স্থানস্থান, কাল,
পাত্রে প্রকট হন তাই সবাই মিলে বলি চলুন
“ঠাকুর থাকবে সারাক্ষণ মায়ের হয়না বিসর্জন
শুভ বিজয়ার শুভেচ্ছা

16. শিউলির ঘ্রাণ,কাশবন থেকে শুরু করে
বাঙ্গালীর মন সব এবার ফিকে হবার পালা
শুভ বিজয়ার শুভেচ্ছা

17.দেবী পক্ষের দিন শেষ
ঘরে ফিরবে উমা
উৎসবে আবার মাতবে শহর
ঘরে আসবে শ্যামা
শুভ বিজয়ার শুভেচ্ছা

18.বেদনার দূরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণডালা
শুভ বিজয়ার শুভেচ্ছা

19.দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা
শুভ বিজয়ার শুভেচ্ছা

20.মান অভিমান সকল ভুলে,
আসার প্রদীপ রেখো জ্বেলে!
মা আসবে এই আশা রেখে
শুভ বিজয়ার শুভেচ্ছা

Subho Bijoya Wishes In Bengali (21-30)

Advertisement

21. দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন,
ভালো রেখো মা সবার মন
শুভ বিজয়ার শুভেচ্ছা

22.মায়ের আসা যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া,
দুঃখ করে লাভ কি তবে,
আসছে বছর আবার হবে
শুভ বিজয়ার শুভেচ্ছা

23.ঢাকের উপর ছিল কাঠি
পুজো হলো জমজমাটি
আজ মায়ের ফেরার পালা
শুভ বিজয়ার শুভেচ্ছা

24.বিসর্জনে সবাই যাবে,
হাসি কান্না দুই পাবে।
সুখ দুঃখ মিলে মিশে
শুভ বিজয়ার শুভেচ্ছা

25.পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন
শুভ বিজয়ার শুভেচ্ছা

26. বিসর্জনের ঘন্টা বাজে
মা যে এবার যাওয়ার সাজে
শুভ বিজয়ার শুভেচ্ছা

27.সঙ্গ হলো পুজোর বেলা, আজ মায়ের যাবার পালা,
আসছে বছর আবার হবে
শুভ বিজয়ার শুভেচ্ছা

28.সুখে দুঃখে উদাস হওয়া তিন দিনের এই
চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া
শুভ বিজয়ার শুভেচ্ছা

29. এবার মাগো বিদায় তবে
আসছে বছর আবার হবে
সবাইকে মা রাখিস সুখে
বিজয়া আজ মিষ্টি মুখে
শুভ বিজয়ার শুভেচ্ছা

30.আজ যে দশমী মায়ের যাবার বেলা,
তাই চোখের কোণে জল আর একরাশ অপেক্ষা নিয়ে
বাচুক আবেগপ্রবণ খ্যাপা বাঙ্গালীর চিরকালের নস্টালজিয়া
শুভ বিজয়া

31.দেখতে দেখতে এগিয়ে এল মায়ের বিদায় বেলা
মা তুমি আবার এসো অন্য রূপে
ভুলিয়ে মন খারাপের জ্বালা

Advertisement

Leave a Comment