Subho Akshaya Tritiya 2023 Wishes In Bengali (অক্ষয় তৃতীয়া)

Subho Akshaya Tritiya:  Akshaya Tritiya is one of the most auspicious days in Hinduism. On this auspicious day, many people buy precious metals like gold and silver besides worshiping Lord Vishnu and Mother Lakshmi to maintain happiness, prosperity, and good health.

According to the Bengali calendar, Akshay Tritiya is celebrated on Shuklatritiya i.e. Tritiya Tithi of Shukla Paksha in the month of Boishakh. This year Akshay Tritiya falls on the 9th Baisakh as per the Bengali calendar, and Sunday falls on the 23rd of April as per the English calendar.

If you are looking for Subho Akshaya Tritiya 2023 Wishes In Bengali, then this post is for you.

Also Read:

Subho Noboborsho In Bengali 1429 | Wishes, Greetings, Images

Eso He Boishakh Lyrics (এসো হে বৈশাখ) – Rabindra Sangeet

Poila Baisakh Wishes Bengali (শুভ নববর্ষ 1430) | Lyricsblue

Subho Akshaya Tritiya

Subho Akshaya Tritiya

Subho Akshaya Tritiya 2023 Wishes In Bengali (1-10)

1.তোমার ঘরে ধনের বর্ষা হোক,
লক্ষীর বাস হোক,
বিপদের নাশ হোক,
শান্তির বাস হোক
শুভ অক্ষয় তৃতীয়া

2.অন্তরের দরজা খুলে ফেলুন।
যা মনে আছে বলে ফেলুন।
আজ অক্ষয় তৃতীয়া
এই আনন্দে প্রেম সাগরে ডুব দিন
শুভ অক্ষয় তৃতীয়া

3.আমার তরফ থেকে আমার
সকল বন্ধুবান্ধব ও তাঁদের
পরিবারের সকলকে
অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।
শুভ অক্ষয় তৃতীয়া

4.পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা,
পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য-পাবনে
সবাইকে শুভেচ্ছা জানাই
শুভ অক্ষয় তৃতীয়া

5.দুঃখ কষ্ট ভুলে গিয়ে
অক্ষয় তৃতীয়ার আানন্দে
মেতে উঠুক সবার মন
সকলকে অক্ষয় তৃতীয়ার
শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ অক্ষয় তৃতীয়া

6.আনন্দে ভরা অক্ষয় তৃতীয়ার
অনেক অনেক শুভেচ্ছা
শুভ অক্ষয় তৃতীয়া

7.অক্ষয় তৃতীয়ার অনেক
অনেক শুভেচ্ছা,
মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা
যেন আপনার সঙ্গে থাকে।
শুভ অক্ষয় তৃতীয়া

8.সারা জীবনের সুখ,সমৃদ্ধি
ও সৌভাগ্যের অধিকারী হন,
আপনি ও আপনার পরিবারের
সবাই ভাল থাকুন।
অক্ষয় তৃতীয়ায় এই শুভেচ্ছা বার্তাই রইল।
শুভ অক্ষয় তৃতীয়া

9.সোনার রথ, রুপোর পালকি,
ঘরে এসেছেন মা লক্ষ্মী।
শুভ অক্ষয় তৃতীয়া

Subho Akshaya Tritiya 2023 Wishes In Bengali (1-10)

12.হৃদয়ের দরজা খুলে দাও,
মনের কথা বলে দাও,
অক্ষয় তৃতীয়ায়
প্রেমের মধু ছড়িয়ে দাও
শুভ অক্ষয় তৃতীয়া

13.এবছর অক্ষয় তৃতীয়ায় আপনার
জীবনে যেন সৌভাগ্যের
জোয়ার বয়ে যায়।
আপনার জীবনে বৈভব,প্রাচুর্য
এবং গরিমা স্থায়ী হোক।
শুভ অক্ষয় তৃতীয়া

14.অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে
সকলকে জানাই অনেক
অনেক শুভেচ্ছা।
কামনা করি ঈশ্বরের
আশীর্বাদে ভরে
উঠুক সবার জীবন আনন্দে
শুভ অক্ষয় তৃতীয়া

15.আজ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে
সোনা পরা এবং কেনা সৌভাগ্য ডেকে আনে।
জীবনে আপনি অনেক এগিয়ে যান।
সোনায় মোড়া জীবন হোক আপনার।
শুভ অক্ষয় তৃতীয়া

Leave a Comment