Shiv Chalisa In Bengali (শ্রী শিব চালীসা) | Lyricsblue

Advertisement

Shiv Chalisa In Bengali: Ravana was a sincere follower of Lord Shiva and many stories are prevalent about him. He was a great devotee.
He came to Kailash from the south and started singing the praises of Lord Shiva.

If you are looking for Shiv Chalisa In Bengali, then this post is for you.

Also Read:

Mahamrityunjay Mantra In Bengali (মহা মৃত্যুঞ্জয় মন্ত্র)

Shiv Mantra In Bengali (শিব পূজার মন্ত্র)

Shivratri Katha In Bengali (শিবরাত্রি ব্রতকথা)

Shivratri Puja Vidhi In Bengali ( শিবরাত্রির পূজা পদ্ধতি)

Shiv Chalisa In Bengali

Music Video:

Shiv Chalisa In Bengali

Advertisement

দোহা

জয় গণেশ গিরিজাসুবন
মংগল মূল সুজান
কহত অয়োধ্যাদাস তুম
দেউ অভয় বরদান

চৌপাই

Advertisement

জয় গিরিজাপতি দীনদয়ালা ।
সদা করত সন্তন প্রতিপালা ॥
ভাল চন্দ্রমা সোহত নীকে ।
কানন কুণ্ডল নাগ ফনী কে ॥

অংগ গৌর শির গংগ বহায়ে ।
মুণ্ডমাল তন ক্ষার লগায়ে ॥
বস্ত্র খাল বাঘম্বর সোহে ।
ছবি কো দেখি নাগ মন মোহে ॥

মৈনা মাতু কি হবে দুলারী ।
বাম অংগ সোহত ছবি ন্যারী ॥
কর ত্রিশূল সোহত ছবি ভারী ।
করত সদা শত্রুন ক্ষয়কারী ॥

নংদী গণেশ সোহৈং তহং কৈসে ।
সাগর মধ্য কমল হৈং জৈসে ॥
কার্তিক শ্যাম ঔর গণরাঊ ।
য়া ছবি কৌ কহি জাত ন কাঊ ॥

দেবন জবহীং জায় পুকারা ।
তবহিং দুখ প্রভু আপ নিবারা ॥
কিয়া উপদ্রব তারক ভারী ।
দেবন সব মিলি তুমহিং জুহারী ॥

তুরত ষডানন আপ পঠায়ৌ ।
লব নিমেষ মহং মারি গিরায়ৌ ॥
আপ জলংধর অসুর সংহারা ।
সুয়শ তুম্হার বিদিত সংসারা ॥

দানিন মহং তুম সম কোউ নাহীং
সেবক স্তুতি করত সদাহীং ॥
বেদ মাহি মহিমা তুম গাঈ ।
অকথ অনাদি ভেদ নহীং পাঈ ॥

পূজন রামচংদ্র জব কীন্হাং ।
জীত কে লংক বিভীষণ দীন্হা ॥
সহস কমল মেং হো রহে ধারী ।
কীন্হ পরীক্ষা তবহিং ত্রিপুরারী ॥

এক কমল প্রভু রাখেউ জোঈ ।
কমল নয়ন পূজন চহং সোঈ ॥
কঠিন ভক্তি দেখী প্রভু শংকর ।
ভয়ে প্রসন্ন দিএ ইচ্ছিত বর ॥

জয় জয় জয় অনংত অবিনাশী ।
করত কৃপা সবকে ঘট বাসী ॥
দুষ্ট সকল নিত মোহি সতাবৈং ।
ভ্রমত রহৌং মোহে চৈন ন আবৈং ॥

ত্রাহি ত্রাহি মৈং নাথ পুকারো ।
য়হ অবসর মোহি আন উবারো ॥
লে ত্রিশূল শত্রুন কো মারো ।
সংকট সে মোহিং আন উবারো ॥

মাত পিতা ভ্রাতা সব কোঈ ।
সংকট মেং পূছত নহিং কোঈ ॥
স্বামী এক হৈ আস তুম্হারী ।
আয় হরহু মম সংকট ভারী ॥

ধন নির্ধন কো দেত সদা হী ।
জো কোঈ জাংচে সো ফল পাহীং ॥
অস্তুতি কেহি বিধি করোং তুম্হারী ।
ক্ষমহু নাথ অব চূক হমারী ॥

শংকর হো সংকট কে নাশন ।
মংগল কারণ বিঘ্ন বিনাশন ॥
য়োগী য়তি মুনি ধ্যান লগাবৈং ।
শারদ নারদ শীশ নবাবৈং ॥

নমো নমো জয় নমঃ শিবায় ।
সুর ব্রহ্মাদিক পার ন পায় ॥
জো য়হ পাঠ করে মন লাঈ ।
তা পর হোত হৈং শম্ভু সহাঈ ॥

রনিয়াং জো কোঈ হো অধিকারী ।
পাঠ করে সো পাবন হারী ॥
পুত্র হোন কী ইচ্ছা জোঈ ।
নিশ্চয় শিব প্রসাদ তেহি হোঈ ॥

পণ্ডিত ত্রয়োদশী কো লাবে ।
ধ্যান পূর্বক হোম করাবে ॥
ত্রয়োদশী ব্রত করৈ হমেশা ।
তন নহিং তাকে রহৈ কলেশা ॥

ধূপ দীপ নৈবেদ্য চঢ়াবে ।
শংকর সম্মুখ পাঠ সুনাবে ॥
জন্ম জন্ম কে পাপ নসাবে ।
অন্ত ধাম শিবপুর মেং পাবে ॥

কহৈং অয়োধ্যাদাস
আস তুম্হারী ।
জানি সকল দুখ
হরহু হমারী ॥

দোহা 

নিত নেম উঠি প্রাতঃহী পাঠ করো চালীস 
তুম মেরী মনকামনা পূর্ণ করো জগদীশ
ওমঃ নমঃ শিবায় 

Advertisement
Recent Posts