Shesher Kobita Lyrics (শেষের কবিতা) | Rabindranath Tagore

Advertisement

Shesher Kobita Lyrics: “Shesher Kobita” is a famous poem written by Rabindranath Tagore.
If you looking for Shesher Kobita Lyrics, then this post is for you.

Song Details:

Song: Shesher Kobita
Singer: Bratati Banerjee
Lyrics: Rabindra Nath Tagore

Also Read:

Top 7 Noboborsho Kobita (নববর্ষের কবিতা) | Short Poem – 2021 

Sesh Basanta Bengali Poem Lyrics(শেষ বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর)

Top 6 Basanta Utsav Poem In Bengali Lyrics [For Fb Captions]

Top 4 Sankha Ghosh Kobita (শঙ্খ ঘোষের কবিতা) | Lyricsblue

Shesher Kobita Lyrics

Music Video:

Shesher Kobita Lyrics In Bengali

Advertisement

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
তারি রথ নিত্য উধাও।
জাগিছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন
চক্রে পিষ্ট আধারের বক্ষ
ফাটা তারার ক্রন্দন।

ওগো বন্ধু,
সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে
ফেলি তার জাল
তুলে নিল দ্রুতরথে

দু’সাহসী ভ্রমনের পথে
তোমা হতে বহু দূরে।
মনে হয় অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম

আজি নব প্রভাতের শিখর চুড়ায়;
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম।
ফিরিবার পথ নাহি;

দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু বিদায়।
কোনদিন কর্মহীন পূর্ণো
অবকাশে বসন্তবাতাসে

অতীতের তীর হতে
যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
ঝরা বকুলের কান্না
ব্যাথিবে আকাশ,
সেইক্ষণে খুজে দেখো,

কিছু মোর পিছে রহিল সে
তোমার প্রাণের প্রানে,
বিস্মৃতি প্রাদোষে
হয়তো দিবে সে জ্যোতি,

হয়তো ধরিবে কভু
নামহারা স্বপ্নে মুরতি।
তবু সে তো স্বপ্ন নয়,
সব চেয়ে সত্য মোর

সেই মৃত্যুঞ্জয় –
সে আমার প্রেম।
তারে আমি রাখিয়া এলাম
অপরিবর্তন অর্ঘ্য
তোমার উদ্দেশ্যে।

পরিবর্তনের স্রোতে
আমি যাই ভেসে
কালের যাত্রায়।
হে বন্ধু বিদায়।

তোমায় হয় নি কোন ক্ষতি।
মর্তের মৃত্তিকা মোর,
তাই দিয়ে অমৃতমুরতি
যদি সৃষ্টি করে থাক তাহারি আরতি

হোক তবে সন্ধ্যা বেলা-
পূজার সে খেলা
ব্যাঘাত পাবে না মোর
প্রত্যহের ম্লান স্পর্শ লেগে;

তৃষার্ত আবেগবেগে
ভ্রষ্ট্র নাহি হবে তার কোন
ফুল নৈবদ্যের থালে।
তোমার মানস ভোজে
সযত্নে সাজালে

যে ভাবরসের পাত্র বাণীর ত’ষায়
তার সাথে দিব না মিশায়ে
যা মোর ধূলির ধন,
যা মোর চক্ষের জলে ভিজে।

আজও তুমি নিজে
হয়তো বা করিবে বচন
মোর স্মৃতিটুকু দিয়ে
স্বপ্নবিষ্ট তোমার বচন
ভার তার না রহিবে,

না রহিবে দায়।
হে বন্ধু বিদায়।
মোর লাগি করিয় না শোক-
আমার রয়েছে কর্ম রয়েছে
বিশ্বলোক।

মোর পাত্র রিক্ত হয় নাই,
শুন্যেরে করিব পূর্ণো,
এই ব্রত বহিব সদাই।
উকন্ঠ আমার লাগি

কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সে ধন্য করিবে আমাকে।
শুক্লপখক হতে আনি
রজনী গন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে

অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে
সে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালমন্দ মিলায়ে সকলি,

এবার পূজায় তারি
আপনারে দিতে চাই বলি।
তোমারে যা দিয়েছিনু তার
পেয়েছ নিশেষ অধিকার।

হেথা মোর তিলে তিলে দান,
করূন মুহূর্তগুলি গন্ডুষ
ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম,

ওগো নিরূপম,
হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়েছিনু
সে তোমারই দান,

গ্রহণ করেছ যত ঋণী
তত করেছ আমায়।
হে বন্ধু বিদায়।

Advertisement
Recent Posts