Saraswati Puja Kobita In Bengali (বিজয় ঘোষ) | Lyricsblue

Saraswati Puja Kobita: In this post, we provide you Saraswati Puja Kobita by Bijoy Ghosh.

Also Read:

Saraswati Puja Paddhati In Bengali PDF | Download

Saraswati Bidyabati Lyrics (সরস্বতী বিদ্যাবতী) | Lyricsblue

Saraswati Puja Mantra Bengali | Puspanjali Mantra

Saraswati 108 Names In Bengali | শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম

Saraswati Puja Kobita In Bengali

Saraswati Puja Kobita

বিজয় ঘোষ

মায়ের সাথে এসেছিল সেই কতদিন আগে
মায়ের সাথে এসেছিল সেই কতদিন আগে
তারপরতে একলা আসে পঞ্চমীতে মাঘে
হস্তি কিম্বা দোলায় এলে দীর্ঘ হত পথ

তাইতে আসে আকাশ পথে হংস যে তার রথ
তাইতে আসে আকাশ পথে হংস যে তার রথ
পাড়ার যত দস্যি ছেলে কুমোর পাড়ায় গেল
হল্লাকরে বাগ দেবিরে সঙ্গে নিয়ে এলো

পাঠশালা বা ক্লাবের মাঠে ঝাড়বাতিটার তলে
রাত জেগে সব সাজায় দেবী পুজোর ফুলে ফলে
দুর্গাপুজোর সময় ছিল শিউলি ফুলের মালা
আজকে তারে পলাশ ফুলে সাজায় গায়ের বালা

শুভ্র শ্বেত বসন পরে কর্ণে কমল ফুল
শুভ্র শ্বেত বসন পরে কর্ণে কমল ফুল
মিশ্রি মধুর সঙ্গে রাখে বৃখনডি আর কুল
তিথির সময় অল্প অতি তাইতে করে স্নান

সকাল বেলা পুজোর পরে অঞ্জলি প্রদান
সবার আগে অঞ্জলি দেয় ফেল করা সেই ছেলে
হাত জুড়ে কয়,পাশ করে দে আশীষ দে মা ঢেলে
অন্য কোনায় গাঁয়ের গায়ক চোখটি বুজে কন

ভাবের আশীষ দিস মা আমায় যখন করি গান
তিথির সময় রেরিয়ে না যায় তাইতে তাড়াতাড়ি
ঠাকুর মশাই ছোট্ট খোকার দেন যে হাতেখড়ি
তুষ্ট হয়ে সবার পূজায় বাক দেবী দেন বর

সুর আর আলোয় উছলে উঠুক বিশ্বচরাচর
তুষ্ট হয়ে সবার পূজায় বাক দেবী দেন বর
সুর আর আলোয় উছলে উঠুক বিশ্বচরাচর

Leave a Comment