Saraswati 108 Names In Bengali: Saraswati is the Hindu goddess of knowledge, music, and art. She is a part of the tridevi of Saraswati, along with Lakshmi and Parvati.
The first mention of Saraswati as a goddess is in the Rigveda. In this post, you will get Saraswati 108 Names In Bengali.
Also Read:
Saraswati Puja Kobita In Bengali (বিজয় ঘোষ) | Lyricsblue
Saraswati Puja Paddhati In Bengali PDF | Download
Saraswati Bidyabati Lyrics (সরস্বতী বিদ্যাবতী) | Lyricsblue
Saraswati Puja Mantra Bengali | Puspanjali Mantra
Saraswati 108 Names In Bengali | শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
Saraswati 108 Names In Bengali (1-25)
সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী।১
দেবগণ কৃত নাম হয় যে ভারতীয়।। ২
বেদকত্রী হয়ে দেবী হন বেদমাতা।৩
গীৰ্ব্বাণী নামে তিনি জগৎ বিখ্যাত 4
বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি।৫
শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি ।।৬
বাক্যের স্বরূপ বলে বাণী নাম তার।৭
করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার॥৮
পদ্মাসনা নাম হল পদ্ম পরী বসি।৯
মুক্তি প্রদায়িনী বলে মােক্ষদা প্রবাসী ।।১০’
শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা।১১
শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা।১২
জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম।১৩
ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম।১৪
অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা।১৫
শুভঙ্করী নামে দেবী পালেন এ ধারা ১৬
কোন বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর।
স্ব্বিদ্যা-অধিষ্ঠাত্রী নামটি তাহার ১৭
পাপনাশ করি হন দূরিত-নাশিনী।১৮
গন্ধৰ্ব্বেরা পূজে তারে বলি বীণাপাণি ১৯
সনকাদি ঋষিগণে বলে সনাতনী।২০
আদ্যাশক্তি ব’লে দেবী হন পুরাতনী।
মহেশ্বরী নাম তার মহেশ্বর-পুরে।২১
সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে॥২২
বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত।২৩
ত্রৈলােক্য-জননী নামে সর্বত্র বিদিত ২৪
সর্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে।২৫
Saraswati 108 Names In Bengali (26-50)
বিভাবরী নাম তার বিদিত জগতে ২৬
তুষ্টি নাম হ’ল করি সন্তোষ বিধান।২৭
পুষ্টি নাম হ’ল তার করি পুষ্টি ধান ২৮
ক্রোধ রূপা তিনি হন শত্রুর মন্দিরে।২৯
ধনেশ্বরী নাম তার কুবের-আগারে।৩০
ত্রিপুরা তাহার নাম বিখ্যাত ভুবনে।৩১
তপস্বিনী নাম তার মুনি তপোবনে।৩২
কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে॥৩৩
মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে।৩৪
ভক্তিবশ্যা নাম তার ভক্তের ভবনে।৩৫
উগ্রচণ্ডা নামে খ্যাত এ তিন ভুবনে।৩৬
বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে।৩৭
বিজয়িনী নাম তার হয় রণস্থলে।৩৮
কুলাচাররত স্থানে শ্রীকুলসুন্দরী।৩৯
ত্রিভুবন মধ্যে দেবী শ্রী ভুবনেশ্বরী॥৪০
সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধি দান করে।৪১
খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে৪২
বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা।৪৩
বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা॥৪৪
যােগিনীগণেরা ডাকে বলিয়া যােগিনী।৪৫
জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী।৪৬
মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী।৪৭
বহ্নিতে তিনিই পুনঃ জ্বালিনীরূপিণী॥৪৮
গুণের অতীত বলে নাম যে নির্গুণ।৪৯
সৰ্ব্বগুণযুতা তাই নাম যে সণ্ডণা॥৫০
Saraswati 108 Names In Bengali (51-75)
ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী।৫১
সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রী॥৫২
আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী।৫৩
বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী॥৫৪
মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী।৫৫
জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী।৫৬
বসুমতি রূপে তিনি পৃথিবীরূপিণী।৫৭
শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী ৫৮
পার্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা।৫৯
বারাণসী-ধামে তিনি দেবী-অন্নপূর্ণা॥৬০
গুহ্যবিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে।৬১
পাৰ্ব্বর্তী তাহার নাম নগেন্দ্র-মন্দিরে।৬২
ক্ষমাণ্ডণে বিভূষিতা তাই ক্ষমাবতী।৬৩
পাতালে নাগিনী নামে তাহার বসতি।৬৪
দশভূজা নামে তিনি শ্রীদুর্গারমণী।৬৫
অষ্টাদশভূজা রূপে দুঃখ বিনাশিনী॥৬৬
গঙ্গা নামে জল রূপে বসতি ধরায়।৬৭
স্বর্গ ধাম মন্দাকিনী তাহাকেই কয় ৬৮
ভােগবতী নাম তার পাতাল-ভুবনে।৬৯
সতী নাম হয় তার মহেশ-ভবনে।৭০
অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া।৭১
সুমতি তাহার নাম বুদ্ধি ভিতরিয়া॥৭২
পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া।৭৩
পীনােন্নতত্তনী স্তন উন্নত বলিয়া॥৭৪
করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী।৭৫
Saraswati 108 Names In Bengali (75-100)
হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী॥৭৬
মহামায়া নামে তিনি মায়ার আধার।৭৭
গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার।৭৮
মধুর বচন তাই মধুর ভাষিণী।৭৯
নারায়ণ বামে তিনি হন নারায়ণী॥৮০
চন্ড মুন্ড বধে দেবী চামুণ্ডারূপিণী।৮১
প্রচণ্ডা রূপেতে তিনি দানব-ঘাতিনী ৮২
মেঘের বরণে নব নীল ঘনশ্যামা।৮৩
নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা॥৮৪
জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী।৮৫
কামরূপ তিনি হন কামাক্ষ্যা বাসিনী॥৮৬
ময়ূর-বাহন তিনি সাজেন কৌমারী।৮৭
মুক্তকেশী নাম তার কেশ মুক্ত করে॥৮৮
অট্টহাসি বলে তারে হেরি উচ্চ হাস৷৮৯
পূণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ॥৯০
সুন্দর নিয়ম তার তাইত সুনীতি।৯১
কৈবল্যদায়িনী নাম দিয়ে মুক্তি ৯২
পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে।৯৩
গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে ৯৪
বামদেবী নাম তার জানে সর্বজন।৯৫
তরুণী নামেতে পূজে যত ভক্ত জন ৯৬
ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী।৯৭
ঐশ্বর্যশালী তাই নাম ভূতিমতী ৯৮
মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা।৯৯
সত্যবতী নাম তার তিনি সৰ্বভাষা ১০০
Saraswati 108 Names In Bengali (101-108)
সিংহ হারি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী।১০১
থাকিয়া কমলবনে কমলবাসিনী॥১০২
তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী।১০৩
শবাসনা নামে তার সর্বোপরি স্থিতি ১০৪
গৌরী নামে বিভাষিত সৰ্ব্বত্র বিভূতি।১০৫
শিবকে করিয়া দূত নাম শিবদূতী।১০৬
সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী।১০৭
মােক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী॥১০৮