Sankha Ghosh Kobita (শঙ্খ ঘোষের কবিতা): In this post, we are providing “Top 4 Sankha Ghosh Kobita”. He was a prominent Indian Bengali poet and literary critic.
He was the successor of Rabindranath and Jibanananda Das in poetry. His real name is Chittapriya Ghosh. He won the Sahitya Akademi Award, the second highest literary award in India.
Also Read:
Top 7 Noboborsho Kobita (নববর্ষের কবিতা) | Short Poem – 2021
Ora Kaj Kore Poem Lyrics (ওরা কাজ করে) In Bengali
Sesh Basanta Bengali Poem Lyrics(শেষ বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর)
Top 6 Basanta Utsav Poem In Bengali Lyrics [For Fb Captions]
সঙ্গীনি – Sankha Ghosh Kobita
হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়
পায়ের ভিতর মাতাল , আমার পায়ের নিচে
মাতাল ,এই মদের কাছে সবাই ঋণী
ঝলমলে রোদ ঘোর দুপুর বেলা ও সঙ্গে থাকে
হাঁ করা ওই গঙ্গাতীরের চন্ডালিনী
সেই সনাতন ভরসাহীন অশ্রু হীনা
তুমিই আমার ভালবাসার সব সময়ের সঙ্গিনী না?
তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়
তুমি আমায় দুঃখ দেবে তা সহজ নয়
আয় আরো বেঁধে বেঁধে থাকি – Sankha Ghosh Kobita
আমাদের ডান পাশে ধ্বংস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বোমারু
পায়ে পায়ে চলা হিমানীর বাঁধ
আমাদের পথ নেই কোনো
আমাদের ঘর গেছে উড়ে
আমাদের শিশুদের সব
ছড়ানো রয়েছে কাছে দূরে
আমরাও তবে এইভাবে
এ মুহূর্তে মরে যাব না কী?
আমাদের পথ নেই আর
আয় আরো বেঁধে বেঁধে থাকি
আমাদের ইতিহাস নেই
অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা
আমরা ভিখারী বারোমাস
পৃথিবী হয়তো বেঁচে আছে
পৃথিবী হয়তো গেছে মরে
আমাদের কথা কে বা জানে
আমরা ফিরেছি দোরে দোরে
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি
সেতু – Sankha Ghosh Kobita
অনেকদিন তেমন কোনো কথা ও বলছি না
কেন তা তুমি ভালোই জানো
অতিথি সৎকারে কথারা বড়ো ব্যস্ত ছিলো
তাছাড়া তোমার ও তো ছিল নিপাট নির্দয়তা
মুখ ফেরানো ব্রত
অনেক দিন তুমি তোমার গোপন সংসারে
ডাক দাওনি সাহস করে, ছিলাম দিশেহারা
চকঝমকে ঝলসানো মন ভুলেও গিয়েছিল
বেঁচে যখন ছিলাম আমার সঙ্গী ছিল কারা
তাকাও না আর চোখের দিকে, আমি ও চাই না
না তাকাবার অজুহাতে তো আছে ও হাজার হাজার
একটা কথাই ঘুরতে থাকে অন্দরে কন্দরে
তোমার আমার মধ্যে এখন সেতু কেবল বাজার
ভালো – Sankha Ghosh Kobita
সবাই আমার ভালো করতে চায়
ওরা এসে আমার ভালো করতে চাইলে
ঘর ছেড়ে এগিয়ে যাই
ওরা কেটে নেয় আমার ডান হাত খানা
ঝুলিয়ে দেয় গাছের ডালে
এরা এসে আমার ভালো করতে চাইলে
মাঠ ছেড়ে এগিয়ে যাই
এরা কেটে নেয় আমার বাঁ হাতখানা
গেঁথে দেয় আলপথে
তার পর
গাছ থেকে হাওয়ায় হাওয়ায় দুলতে থাকা কাটা
আঙুল গুলি
ডাকতে থাকে আয় আয়
মাটি থেকে রোদ্দুরের দিকে কেঁপে উঠতে থাকে
শুকিয়ে যাওয়া আঙুল গুলি
ডাকতে থাকে আয়
আর সেই ডাক শুনে
ছুটে আসতে থাকে আর ও সবাই
আমাদের ভালো হবে বলে
খুবই আমাদের ভালো হতে থাকে
সবার দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে
ফিনকি তোলা রক্ত
আর তারই রসে
ঝুলে থাকা খাড়া হওয়া কাটা হাতে হাতে
ভরে উঠতে থাকে চারিদিকে জমি জমা
জঙ্গল সহ