Top 30 Inspiring Ramakrishna Quotes In Bengali | Lyricsblue

Ramakrishna Quotes In Bengali: Sri Ramakrishna Paramhansa is counted among the greatest saints of India. He is the Guru of Swami Vivekananda.

Quotes of Ramakrishna Paramhansa are simple to understand. His teachings bring knowledge of God and divine love, faith, and spiritual thoughts to the heart.

Here are his Inspiring Ramakrishna Quotes in Bengali.

Also Read:

Ramakrishna Sharanam Lyrics In Bengali (রামকৃষ্ণ শরণং)

Top 100+ Swami Vivekananda Bani In Bengali With Images

 

Top 30 Inspiring Ramakrishna Quotes In Bengali

Ramakrishna Quotes In Bengali

Ramakrishna Quotes In Bengali (1-10)

Advertisement

টাকা মাটি, মাটি টাকা

যদি আপনি কর্ম করেন, তাহলেনিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক ।তখন সেইকর্ম একমাত্র সার্থক হতে পারে

যত মত তত পথ

যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে, সে কখনই ঈশ্বরপ্রাপ্তি করতে পারবেনা বা ঈশ্বরের দর্শন সে পাবেনা | এই তিনটি জিনিস হলাে- লজ্জা,ঘৃনা এবং ভয়

নিজের বিচারগুলির উপর সৎথাকো ও বুদ্ধিমান হও, নিজেরবিচারবুদ্ধি অনুযায়ী কাজ করাে,তাহলেই তুমি নিশ্চিত সফল হবে ।একটি সৎ ও সরল মনের মাধ্যমেপ্রার্থনা করাে, তােমার প্রার্থনানিশ্চই শােনা হবে।

সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে

যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে| ঠিক তেমনই, যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়

জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে

ভগবানের অনেক নাম আছে এবং তাঁকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাঁকে কি নামে ডাকো এবং কিভাবে তাঁর পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাঁকে নিজের ভিতর কতটা অনুভব করো

ঈশ্বরকে বল, হে ভগবান !
আমি ভালো মন্দ কিছুই জানি না।
আমার যা অভাব তা তুমি পূরণ করো

Ramakrishna Quotes In Bengali (11-20)

Advertisement

লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মত,
তাকে যতই ভাল জায়গায় রাখো না কেন
সে তো ছট ফট কর মরে যাবেই

হাজার লেখাপড়া শেখ,
ঈশ্বরে ভক্তি না থাকলে,
তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে
সব মিছে

তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ?
যখন তোমার আমার সবার গন্তব্য
সেই এক জনেরই কাছে

অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক,
সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং
পরে তার পাঠ দেয়।

যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন,
ঠিক তেমনি পরম ইশ্বরকে পেতে হলে
সত্‍ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন

যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো,
স্বয়ং ইশ্বরও আলোর পথ দেখাতে পারবে না

দেখবে বৃষ্টির জল কোন দিন উঁচু জায়গায় দাঁড়ায় না
নিচু জায়গায় চলে আসে
ঠিক একই ভাবে আত্ম-অভিমানে চুর
মনে কখনই শান্তি বিরাজ করতে পারে না

জীবনে একটু করে হলেও সাধু, সৎসঙ্গ কর
তবেই ঠিক পথে চলতে পারবে,
এক বার যদি ভুল পথে চলে যাও
তবে ফিরে আসা বড়ই কঠিন গো

তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়,
তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য
পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ

জ্ঞানের আসল অর্থই হল – কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি”

Ramakrishna Quotes In Bengali (21-30)

Advertisement

নিজের স্বার্থকে ত্যাগ না করলে তাঁর কৃপা পাওয়া সম্ভব না “

যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন,
ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন

সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে
তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা,
এই পথ বড়ই কঠিন

তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত,
তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে
তবে সবই নিরর্থক”

যদি ইশ্বর কে পেতে চাও তবে ঈশ্বর কে
প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখ, তবেই তাকে পাবে

তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা
পুষে রেখো না, কারণ মন হল মন্দির
সেখানে শুধুই থাকবে ইশ্বরেই নাম, ভক্তি, প্রেম

“ময়লা দর্পনে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয়না,
ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ
কখনই প্রতিফলিত হয় না।

যত্র জীব তত্র শিব অর্থাত্‍
প্রতিটিই জীবের মধ্যেই ভগবানের বাস,
তাই জীব সেবাই হল শিব সেবা

লজ্জা ঘৃণা ভয়, তিন থাকতে নয়

এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ,
মানুষকে জেদী করে তোলে, আর
মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন
যা তোমায় শুধু কষ্ট দেবে

Advertisement

Leave a Comment