Top 30+Rabindranath Tagore Quotes In Bengali (কবিগুরুর বাণী)

Advertisement

Rabindranath Tagore Quotes In Bengali:  Rabindranath Tagore is a great poet all over India.

If you are looking for Rabindranath Tagore Quotes In Bengali, then this post is for you.

Also Read:

Best 30+Subho Dipaboli In Bengali(শুভ দীপাবলির শুভেচ্ছা)

25 Best Women’s Day Quotes In Bengali (নারী দিবসের শুভেচ্ছা)

Best 30+ Teachers Day Quotes In Bengali

Rabindranath Tagore Quotes In Bengali

Rabindranath Tagore Quotes In Bengali (1-10)

Advertisement

1.চিত্ত যেথা ভয়শূন্য
উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত
যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস
শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি

2.অন্যায় যে করে আর অন্যায়
যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে

3.নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ
এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন
কিন্তু নিজের গুণ একেবারে জানে
না এমন গুণী কোথায়?

4.নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার
মতো অজ্ঞান আর তো কিছু নাই

5.তীরে দাঁড়িয়ে বা পানির দিকে
তাকিয়ে আপনি কখনােই সমুদ্র
অতিক্রম করতে পারবেন না

6.যার যোগ্যতা যত কম তার
অহংকার ঠিক ততটাই বেশি

7.আমাদের এই প্রার্থনা করা উচিত না
যে বিপদ যেন আমাদের উপরে না আসে
বরং আমাদেরকে এই প্রার্থনা করা উচিত
যে আমরা সমস্ত বিপদের নির্ভয়ে
মোকাবেলা করতে পারি

8.যদি আপনি সমস্ত ভুলের জন্য
দরজা বন্ধ করে দেন তাহলে
সত্য বাইরে থেকে যাবে

9.শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে
কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব

10.কোনও শিশুর পড়াশোনা তার
জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করবেন না,
কারণ তিনি অন্য কোনও সময়ে
জন্মগ্রহণ করেছেন

Rabindranath Tagore Quotes In Bengali (11-20)

Advertisement

11.ঠিক সময়ে ঠিক কাজ করিতে
কাহারও মনে পড়ে না,
তাহার পরে বেঠিক সময়ে বেঠিক
বাসনা লইয়া অস্থির হইয়া মরে

12.অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া
অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই,
কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ
অগ্রসর হওয়া মাত্র লাভ নহে

14.ভালােবাসার জগতে প্রাপ্তি বলে যদি
কিছু থেকে থাকে তার নাম বেদনা

15.যার ভালােবাসা যত গভীর
তার ভালাবাসার প্রকাশ তত কম
ভালাবাসা হচ্ছে উপলব্ধি করার
বিষয় প্রকাশ করার বিষয় নয়

16.বাসনে জমে থাকা জল
সর্বদা চকচক করে কিন্তু সমুদ্রের জল
সর্বদা ঘন রঙের (অস্পষ্ট) হয়
লঘু সত্যের শব্দ সর্বদা স্পষ্ট হয়ে থাকে
মহান সত্য সর্বদা মৌন অবস্থায় থাকে

17.চাঁদ নিজের আলো সম্পূর্ণভাবে
আকাশে প্রকাশিত করে, কিন্তু নিজের
কলঙ্ক নিজের কাছেই রাখে

18.গোলাপ যেমন একটা বিশেষ জাতের ফুল
বন্ধু তেমনই একটা বিশেষ জাতের মানুষ

19.অধিকার চেয়ে পাওয়া যায়না
কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়

20.তোমার অভিমানের কারণে
কেউ যদি দুঃখ পাই তাহলে ভেবে নিও
সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে

Rabindranath Tagore Quotes In Bengali (21-30)

Advertisement

21.আমাদের মন পুঁথিরস্তূপে আর শরীর
আসবাবপত্রের দ্বারা ঢেকে গেছে
যেই কারণে আমাদের আত্মাকে
আমরা দেখতে পাইনা

22.যখন তুমি সত্য কথা
বলবার জন্য নিন্দা কর না
কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বল
তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে
মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে

23.সামনে একটা পাথর পড়লে যে লোক
ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে
পথ সংক্ষেপ করতে চায়
বিলম্ব তারই অদৃষ্টে আছে

24.আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না
25.মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা
আর সমস্তই তার অধীন

26.আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে

27.জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয়
কিন্তু প্রেম পেলে নিজেকে অধম
বলে জেনেও আনন্দ হয়

28.আনন্দকে ভাগ করলে
দুটি জিনিস পাওয়া যায়
একটি হচ্ছে জ্ঞান এবং
অপরটি হচ্ছে প্রেম

29.মন দিয়ে মন বোঝা যায়,
গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের
কথা টেনে নিয়ে আসে

30.ক্ষমাই যদি করতে না পারো,
তবে তাকে ভালোবাসো কেন?

31.আমার মৃত্যুকালে তোমাকে যে
কথাটা বলিব মনে করিয়াছিলাম,
আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে
মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাওনা
কেন আমি বহন করিতে পারিব

Advertisement
Recent Posts