Poila Baisakh Wishes Bengali: Every Bengali people on 15th April celebrated the Bengali New Year. This occasion is very special for every Bengali people. This day is also known as Poila Baisakh.
On that day if you will want to wish your friends, family, and neighbors, then “Poila Baisakh Wishes Bengali” this post is for you.
Also Read:
Subho Noboborsho In Bengali 1429 | Wishes, Greetings, Images
Eso He Boishakh Lyrics (এসো হে বৈশাখ) – Rabindra Sangeet
Top 7 Noboborsho Kobita (নববর্ষের কবিতা) | Short Poem – 2022
Poila Baisakh Wishes Bengali
Poila Baisakh Wishes Bengali (1-10)
1.নতুন বছর হয়তো আবার
নতুন হতে পারতো
ধ্বংস লীলায় সব হারিয়ে গেছে
আজ খুশির ঝলক ব্যর্থ
পয়লা বৈশাখ আসবে তবে
শুভ নববর্ষ 1430
2.খোলা জানালার ধারে বসে
স্মৃতি রোমন্থন অভ্যেস যাদের
শুধু মাত্র বৈশাখে নয়
কালবৈশাখী তাদের বারোমাসের
শুভ নববর্ষ 1430
3.দুচোখে হঠাৎ করে কালবৈশাখী
চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি
গত বছরের মায়া ভেঙে যাবে বলে
রাজপথ ভেসে গেছে
অচেনা কাজলে
এসো হে বৈশাখ,
এসো এসোএসো হে বৈশাখ,
এসো এসো
শুভ নববর্ষ 1430
4.তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর
ওই নূতনের কেতন ওড়ে
কালবৈশাখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
শুভ নববর্ষ 1430
5.আজ শুধু বৈশাখ নয়
শহরটা ও ভীষন একলা
শুভ নববর্ষ 1430
6.ফুরিয়ে গেলো একটি বছর
সময় এলো বিদায় বেলার
নতুন বছর কাটুক ভালো
এই টুকু শুধু চাইবো
শুভ নববর্ষ 1430
7.বাউল গানের ছন্দে তালে
নতুন বছর আসছে ঘুরে
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙা মাটির পথটি জুড়ে
শুভ নববর্ষ 1430
8. পাশ কাটিয়ে ব্যর্থতার সকল অমাবস্যা
আমাদের বাঁচিয়ে রাখুক দীপ্তিময় নতুন শিখা
পহেলা বৈশাখের শুভেচ্ছা
শুভ নববর্ষ 1430
9.নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
শুভ নববর্ষ সকলকে
শুভ নববর্ষ 1430
10.নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি
শুভ নববর্ষ 1430
Poila Baisakh Wishes Bengali (11-20)
11.বাংলা বছর মানেই
নতুন আগমনে ভেসে থাকা,
বাংলা বছর মানেই নতুন
নেশায় অভিমান করা
শুভ নববর্ষ 1430
12.নব আনন্দে জাগো
আজি নব রবি কিরণে,
নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক,
নতুন আলোয়,নতুন আশায়
শুভ নববর্ষ 1430
13.নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা
শুভ নববর্ষ 1430
14.আবার এসেছে ফিরে,
বাঙালির ঘরে,নবরুপে পহেলা বৈশাখ
শুভ নববর্ষ 1430
15.যদি জীবন থেমে যায় ধীরে ধীরে
হারিয়ে ফেলনা তবু তুমিজীবনে চলার উচ্ছ্বাস”
শুভ নববর্ষ 1430
16.এ বছর হোক অন্য বছর অন্য স্বপ্নে বোনা
এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্বাবনা
এ বছর যেনো বাঁচার পরশ সকলকে দিতে পারে
শুভ নববর্ষ 1430
17.আমি পইলা বৈশাখ
বাংলার নতুন বছরের দিই ডাক
আমার জন্মদিনে উৎসবে মাতে বাঙালি
আমার কাঁধে থাকে সকলের স্বপ্ন পূরণের পাচলী
শুভ নববর্ষ 1430