Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics: Recently released Hindi song Phir Aur Kya Chahiye, from the movie Zara Hatke Zara Bachke. This song was sung by Arijit Singh. Here we provide Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics. This song’s Bengali version is sung by Rahul Dutta.
If you are looking for this song’s lyrics, then this post is for you.
Song Details:
Song: Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics
Movie: Zara Hatke Zara Bachke
Singer: Rahul Dutta
Original Singer: Arijit Singh
Also Read:
Oboseshe Lyrics (অবশেষে) | Arijit Singh | Kishmish Movie
Keu Jaane Naa Lyrics(কেউ জানে না) | Arijit Singh | Raavan
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা)
Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics
Music Video:
Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics In Bengali
চেয়েছি তোকে আমি
তুই যে ভীষণ দামী
থেকে যা সাথে আমার
জনম জনমে এভাবেই
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
হলি যে কবে
আমার বাঁচার কারণ
থাকবো পাশে
সুখে দুঃখে আজীবন
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
বলে দে আমায়
রেখে দে হৃদয়
একটা জীবন
পড়ছে যে কম
তোকে ভালোবেসে এভাবে
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
হলি যে কবে
আমার বাঁচার কারণ
থাকবো পাশে
সুখে দুঃখে আজীবন
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
বুঝে নে বুঝে নে
বুঝে নে নে আমাকে
বুঝে নে বুঝে নে
বুঝে নে নে আমাকে
রেখে দে হৃদয় মাঝারে
বুঝে নে বুঝে নে
বুঝে নে নে আমাকে
বুঝে নে বুঝে নে
বুঝে নে নে আমাকে
রেখে দে হৃদয় মাঝারে
ঘুম ভাঙ্গা ভোরে
তোরই আদরে
হয় যে শুরু দিন
একফালি রোদ
হুম .. ঘুম ভাঙ্গা ভোরে
তোরই আদরে
হয় যে শুরু দিন
একফালি রোদ
মন যে লাগে না আর
কোনো কাজে
তোর ইশারাতে কাটুক প্রহর
বলে দে আমায়
রেখে দে হৃদয়
রাত দিন কী সকাল
হই যে বেসামাল
তুই ছুঁয়ে দিলে অকারণ
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
হলি যে কবে
আমার বাঁচার কারণ
থাকবো পাশে
সুখে দুঃখে আজীবন
পেয়েছি তোকে
এর বেশী চায় কী এ মন
Phir Aur Kya Chahiye Bengali Version Lyrics In English
Coming soon….