Pathorgulo Lyrics In Bengali (পাথরগুলো) -Brothers in Madness
Pathorgulo Lyrics In Bengali

Pathorgulo Lyrics In Bengali (পাথরগুলো) -Brothers in Madness

Pathorgulo Lyrics In Bengali (পাথরগুলো) -Brothers in Madness

Pathorgulo Lyrics In Bengali

পাথর গুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়
পাথর ভাঙা শরীরে জল
তোমার তখন মাতাল ঘুম
ভাঙা পাথর খেলছে জলে
তুমি তখন স্বপ্ন ডুব

পাথর গুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়

পাথর নদীর সূর্য স্নান
তোমার ঘুমের নোনা ঘ্রাণ
ঘুম তোমার পথ হারাচ্ছে
আড়মোড়াতে সন্ধ্যা জাগছে
জলকেলীতে সূর্য বিদায়
বইয়ের পাতায় আঙুল ছুট
তোমার ঘুম ফিরছে পথে
ল্যাম্প পোষ্ট ফের আলোর দূত

পাথর গুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়

তুমি এখন তারার সাথে,তাহার সাথে
বইয়ের পাতার বন্ধ মুখ
তোমায় নিয়ে সন্ধে জাগে
দেয়াল বাতির সন্ধে সুখ

পাথর ভাঙা নদীর এখন সূর্যডোবা রং
তুমি হয়ে জেগে ওঠা সন্ধ্যের মায়া ঢং

পাথর গুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়
পাথর ভাঙা শরীরে জল
তোমার তখন মাতাল ঘুম
ভাঙা পাথর খেলছে জলে
তুমি তখন স্বপ্ন ডুব

পাথর গুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়

By: Brothers in Madness

Leave a Reply