Oboseshe Lyrics: The “Oboseshe” song from Kishmish Movie which was sung by Arijit Singh. If you want the lyrics of this song. this post is for you.
Song Details:
Song: “Oboseshe”
Movie: Kishmish
Writer: Nilayan Chatterjee
Singer: Arijit Singh
Also Read:
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা)
Sudhu Tomari Jonno Lyrics (শুধু তোমারি জন্য)
Tomake Chara E Akash Saje Na Bengali Lyrics
Bojhena Se Bojhena Lyrics (বোঝেনা, সে বোঝেনা)
Oboseshe Lyrics (অবশেষে) | Arijit Singh | Kishmish Movie
Music Video
Oboseshe Lyrics In Bengali
কি যায় আসে মন খারাপে
সব হারা আর কি হারাবে
আচমকা ভাঙ্গা মন
পেলে ছোঁয়া নরম
এত ভাববে নাকি, তুমিই ভাবো
অবশেষে ভালোবেসে চলে যাবো
অবশেষে ভালোবেসে চলে যাবো
মিলছে পায়ে পা চোখ
যায় জুড়িয়ে
ভাগাভাগি করে নেবো পাবো
যা কুড়িয়ে
তুমি দেখো আমি আমার
ভাগটাও দিয়ে দেবো
শুধু দেওয়ার ফাঁকে তোমার
হাতটা ছুঁয়ে নেবো
চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন
যতদিন আছি ছেড়ে যেও নাগো
অবশেষে ভালোবেসে চলে যাবো
অবশেষে ভালোবেসে চলে যাবো
যদি সময়ে ফিরে যাওয়া
শিখে যেতাম
আরো ভালো একটা মানুষ
তোমায় দিতাম
আমি জানলে আগে
আঘাত কি পেতাম
তুমি সামনে এলে দাগ
কি লুকিয়ে নিতাম
আচমকা ভাঙ্গা মন
পেলে ছোঁয়া নরম
এত ভাববে নাকি তুমিই ভাবো
অবশেষে ভালোবেসে চলে যাবো
অবশেষে ভালোবেসে চলে যাবো
Oboseshe Lyrics In English
Ki jay ase mon kharape
Sob hara ar ki harabe
Achomka vanga mon
Pele choya norom
Etto vabbe naki
Tumi e vabo
Oboseshe valobese chole jabo
Oboseshe valobese chole jabo
Milche paye pa chokh jay juriye
Vagavagi kore nebo pabo ja kuriye
Tumi dekho ami amar
Vag ta o diye debo
Sudhu deyar fake tomar
Hat ta chuye nebo
Cheyechilam emon ja hoche ekhon
Jotodin achi chere jeo na go
Oboseshe valobese chole jabo
Oboseshe valobese chole jabo
Jodi somoye fire jawa
Sikhe jetam
Aro valo ekta manush
Tomay ditam
Ami janle agge aghat ki petam
Tumi samne ele dag ki
Lukiye nitam
Achomka vanga mon
Pele choya norom
Etto vabbe naki
Tumi e vabo
Oboseshe valobese chole jabo
Oboseshe valobese chole jabo