O Ma Trinayani Lyrics: O Ma Trinayani is a special song of Durga Puja. This song was sung by Jayati Chakraborty from the album Agomoni Gan
If you are looking for O Ma Trinayani Lyrics in Bengali, then this post is for you.
Song Details:
Song: O Ma Trinayani
Singers: Jayati Chakraborty
Album: Agomoni Gan
Also Read:
Dhak Baja Kashor Baja Lyrics (ঢাক বাজা কাঁসর বাজা) | Shreya Ghoshal
Durge Durge Durgatinashini Lyrics (দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী)
Joy Joy Durga Maa Lyrics (জয় জয় দূর্গা মা) | Lyricsblue
O Ma Trinayani Lyrics
Music Video:
O Ma Trinayani Lyrics In Bengali
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
ধরণীতে তুমি পাপ দুঃখ হরা
জননী সবাকার ভক্ত কত শত
তোমায় পরায় দামি অলংকার
আমার মন গহনে যে রয়
ভারী স্বাধের উপচার
আমি গীতিমাল্য দেবো
মা গো করো গীতিকার
আশার শত উদয়
উঠবে ফুটে এই জীবন সরোবরে
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
মা গো বেঁধেছ আমারে পরম প্রিয়
স্নেহ বাহুডোরে
সে বাঁধনরে কভু না দেখি
অবজ্ঞা হেলা ভরে
বিশ্ব সংসারে তুমি যে জননী
সবার উপরে
সন্তানেরে রেখেছো ঢেকে
মমতা ভরা চাদরে
তোমার কীর্তি কথা
আমি যাই মা লিখে মুক্তারি অক্ষরে
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
আছে অনেক মানিক রতন
তোমার স্নেহের আকরে
সাধুজন কিছু পেতে পারেন
প্রেম ভক্তির পথ ধরে
জানি সব বাধা পেরিয়ে যাবো
তোমার আশীষে
মা গো ও চরণে অটুট
ভক্তি থাকুক নামিশে
তোমার মধুর নাম
পারি যেন জপতে সদাধারে
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে
O Ma Trinayani Lyrics In English
Coming soon..