Nil Sasthi Brata Katha Bengali (নীল ষষ্ঠীর ব্রতকথা)

Nil Sasthi Brata Katha Bengali: Nil Sasthi Brata is celebrated on the day before Sankranti of Chaitra month. But on this day there is no Shasthi Tithi, but that day is called Neel Shasthi.

During the heat of the month of Chaitra, mothers fast all day without water and observe this vow for the well-being of their children. One of the thirteen Parbans of the twelve months of Bengal is Nil Sasthi Brata. Bholenath is worshiped in this vow.

So if you are looking for Nil Sasthi Brata Katha Bengali, then this post is for you.

Also Read:

Shivratri Puja Vidhi In Bengali ( শিবরাত্রির পূজা পদ্ধতি)

Shiv Tandav Lyrics In Bengali (শিব তাণ্ডব স্তোত্রম)

108 Names Of Lord Shiva In Bengali (শিবের ১০৮টি নাম)

Shiv Mantra In Bengali (শিব পূজার মন্ত্র)

Nil Sasthi Brata Katha Bengali

Nil Sasthi Brata Katha Bengali

Music Video:

Nil Sasthi Brata Katha Bengali (নীল ষষ্ঠীর ব্রতকথা)

একদেশে এক বামুন আর বানী বাস করতো । তারা ভক্তি করে সমস্ত বার-ব্রত করতো,কিন্তু তবুও তাদের ছেলে-মেয়ে হয়ে একটাও বাঁচত না।
তখন তারা দুজন রাগ করে বললো,“বার-ব্রত সমস্ত মিথ্যে, ও সবে কিছুই হয় না।”
এই বলে সমস্ত ছেড়ে দিয়ে তারা দুজনে কাশীতে চলে গেলো ।

একদিন কাশীতে গঙ্গায় নেয়ে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাদছে৷
তাই দেখে মা ষষ্ঠী বুড়ী বামনীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন, “হ্যাগা, তোরা কাঁদছিস্ কেন ?”

বামুনী বলে, “সে কথা তোমায় বলে কি হবে মা ? আমরা বড় মনের জ্বালায় জ্বলছি, আমাদের পাঁচটি ছেলে আর একটি মেয়ে হয়েছিল,
সব মরে গেছে তাই ভাবছি যে, সব বার-ব্রত, ঠাকুর-দেবতা মিথ্যে । আমরা তো কোনো বার-ব্রত বাদ দিইনি,
তবে কেন আমাদের সব মরে গেল ?”

ষষ্ঠী বললেন, “দেখ বাছা, তোমরা সব বার-ব্রত কর বলে মনে বড় অহঙ্কার ছিল,
সেইজন্যে সব মরে গেছে। শুধু কি আর বার-ব্রত করলেই হয় ৷ এর উপর বিশ্বাস থাকা চাই,
মন পবিত্র রাখা চাই, সকলকার কাছে নীচু হওয়া চাই, একমনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়।”

Nil Sasthi Brata Katha Bengali (নীল ষষ্ঠীর ব্রতকথা)

তখন বামনী বলে,“তাহলে আমাদের উপায় কি হবে মা?” মা জিজ্ঞাসা করলেন, “তোরা কি নীল ষষ্ঠী করেছিস্ ?”
বামনী বলল “সে কি মা? কই, ও ব্রত তো আমরা জানি না।”
তখন যা ষষ্ঠী বললেন,“সমস্ত চৈত্রমাস সন্ন্যাস করে শিবপূজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন,
সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলাবাতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে,
মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ঐ দিনকে ষষ্ঠীর দিন বলে। নীল ষষ্ঠী করলে, ছেলেমেয়ে কখনও মরে না।”
এই কথা বলে তিনি অন্তর্দ্ধান করলেন।

তারপর বামুন-বামনী দেশে ফিরে গিয়ে খুব ভাল করে নীল ষষ্ঠীর পূজো আরম্ভ করে,
তারপর তাদের যতগুলো ছেলেমেয়ে হতে লাগলো, সবাই বেঁচে রইলো ।
পাড়ার সকলে বামনীর সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে,সবাই একমনে নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো।
এই ব্রত করে সবারই ছেলেপুলে নীরোগ হয়ে বেঁচে রইলো ।

এই রকম করে দেশে-বিদেশে এই ব্রতের কথা প্রচার হলো। সবাই খুব ভক্তি করে নীল ষষ্ঠীর পূজো করতে লাগলো ।

Leave a Comment