Namaste Narasimhaya Lyrics In Bengali (শ্রীনৃসিংহদেবের স্তব)

Namaste Narasimhaya Lyrics In Bengali:  Here we are providing Namaste Narasimhaya Lyrics In Bengali. So if you are looking for Namaste Narasimhaya Lyrics In Bengali, then this post is for you.

Also Read: 

Sri Krishna 108 Names In Bengali List

Krishna Astotoro Soto Naam Lyrics

Brojo Gopi Khele Hori Lyrics (ব্রজ গোপী খেলে হরি )

Namaste Narasimhaya Lyrics In Bengali

Namaste Narasimhaya Lyrics In Bengali

Music Video:

Namaste Narasimhaya Lyrics In Bengali

Advertisement

জয় নৃসিংহ শ্রীনৃসিংহ
জয় জয় জয় শ্রীনৃসিংহ
উগ্রং বীরং মহাবিষ্ণুং
জ্বলন্তং সর্বতোমুখম্

নৃসিংহং ভীষণং ভদ্রং
মৃর্ত্যোর্মৃত্যুং নমাম্যহম্
শ্রীনৃসিংহ জয় নৃসিংহ
জয় জয় নৃসিংহ

প্রহ্লাদেশ জয় পদ্মামুখপদ্মভৃঙ্গ
নমস্তে নরসিংহায়
প্রহ্লাদাহ্লাদ দায়িনে

হিরণ্যকশিপোর্বক্ষঃ
শিলাটঙ্ক নখালয়ে
ইতো নৃসিংহঃ
পরতো নৃসিংহো

যতো যতো যামি
ততো নৃসিংহঃ
বহির্নৃসিংহো হৃদয়ে
নৃসিংহো

নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে
তব করকমলবরে
নখমদ্ভুতশৃঙ্গং

দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্
কেশব ধৃত নরহরিরূপ
জয় জগদীশ হরে

Namaste Narasimhaya Lyrics In Bengali

Advertisement

অনুবাদ:

জয় শ্রীনৃসিংহদেব,জয় শ্রীনৃসিংহদেব,শ্রীনৃসিংহদেবের জয় হোক!
জয় হোক! জয় হোক! সর্বদিক প্রজ্জ্বলনকারী উগ্র বীর, মহাবিষ্ণু,
যিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রীনৃসিংহদেবকে প্রণাম জানাই।
প্রহ্লাদের প্রভু, পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমর রূপ শ্রীনৃসিংহদেবের জয় হোক,
শ্রীনৃসিংহদেবের জয় হোক, জয় হোক।

হে নৃসিংহদেব, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের মতো
আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন।

শ্রীনৃসিংহদেব, আপনি এখানে রয়েছেন এবং সেখানেও রয়েছেন, যেখানেই আমি যাই,
সেখানেই আমি আপনাকে দর্শন করি। আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন।
তাই আমি আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, শ্রীনৃসিংহদেবের শরণ গ্রহণ করি।

হে নৃসিংহদেব, আপনার পদ্মের ন্যায় হস্তে নখের অগ্রভাগগুলো অদ্ভুত এবং
সেই হস্তে হিরণ্যকশিপুর দেহ ভ্রমরের মতো বিদীর্ণ করেছেন।
হে কেশব, আপনি নৃসিংহদেব রূপ ধারণ করেছেন, হে জগদীশ আপনার জয় হোক

Advertisement

Leave a Comment