Mon Dubey Jaai Lyrics: Recently, Singer Shaan published a song for ‘Poila Boishakh’ named Mon Dubey Jaai. It’s a very romantic song and alive.
We have written the full lyrics of the song in Bengali & English font.

Mon Dubey Jaai Lyrics In Bengali
হাতে মন রাখলে
ধূলো প্রেম মাখলে
কথা বাকী থাকলে
এক পৃথিবী
চাঁদ যেন গুম সুম
কুয়াশার নেই ঘুম
ঠোঁটে নিয়ে মরসুম
ছুঁয়ে দিবি
বল না এখন কোথায় যাব
কার আগুনে রাত পোহাবো
মন ডুবে যায় মেঘের পাড়ায়
ডুবে যায় সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়
তোর চোখে চোখ রেখে
দেখি ভোরের আলো
তুই দূরে যাস চলে
লাগে না আর ভালো
আমায় ছেড়ে হারাবি যতই ভীড়ে
ভালোবাসায় আসবি আবার ফিরে
কথা ছিল হবে দেখা
মনের সাথে মনের একা
মন ডুবে যায় মেঘের পাড়ায়
বৃষ্টি নামে সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
ডুবে যায় সন্ধ্যে বেলায়মন
ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়
Mon Dubey Jaai Lyrics In English
Haate mon rakhle
Dhulo pre makhle
Kotha baki thakle
Ek prithibi
Chand jeno gumsum
Kuyashar nei ghum
Thote niye morsum
Chuye dibi
Bol na ekhon kothay jabo
Kar agune raat pohabo
Mon dube jaay megher paray
Dubey jay sondhe belay
Mon dubey jaai megher paray
Mon dubey jaai
Tor chokhe chokh rekhe
Dekhi vorer alo
Tui dure jas chole
Lage na ar valo
Amay chere harabi jotoi vire
Valobasay asbi abar fire
Kotha chilo hobe dekha
Moner sathe moner eka
Mon dubey jaai megher paray
Bristi name sondhe belay
Mon dubey jaai megher paray
Sondhe belay
Mon dubey jaai megher paray
Dube jay sondhe belay
Mon dubey jaai megher paray
Mon dubey jaai