Maa Durga 108 Names In Bengali ( মা দুর্গার ১০৮ টি নাম )

Advertisement

Maa Durga 108 Names In Bengali: Durga Puja is an emotion of every Bengali person. Durga puja is known as Sarod Utsab. We all celebrate 4days of Durga puja.

If you are looking for Maa Durga 108 names in Bengali, then this post is for you.

Also Read:

108 Names Of Lord Shiva In Bengali (শিবের ১০৮টি নাম)

Shiv Mantra In Bengali (শিব পূজার মন্ত্র)

Shiv Tandav Lyrics In Bengali (শিব তাণ্ডব স্তোত্রম)

Sri Krishna 108 Names In Bengali List (শ্রী কৃষ্ণের ১০৮ টি নাম)

Maa Durga 108 Names In Bengali

Music Video:

Maa Durga 108 Names In Bengali (1-20)

Advertisement

১. ঔং সতী,
২. সাধ্বী,
৩. ভবপ্রীতা
৪. ভবানী,
৫. ভবমোচনী
৬. আর্যা,
৭. দুর্গা,
৮. জয়া,
৯. আদ্যা,
১০. ত্রিনেত্রা,
১১. শূলধারিণী,
১২. পিনাকধারিণী,
১৩. চিত্রা,
১৪. চণ্ডঘন্টা
১৫. মহাতপা
১৬. মন (মননশক্তি)
১৭. বুদ্ধি (বোধশক্তি),
১৮. অহংকারা
১৯. চিত্তরূপা,
২০. চিতা,

Maa Durga 108 Names In Bengali (21-40)

Advertisement

২১. চিতি (চেতনা),
২২. সর্বমন্ত্রময়ী,
২৩. সত্তা (সৎ-স্বরূপা),
২৪. সত্যানন্দস্বরূপিণী,
২৫. অনন্তা (যাঁর স্বরূপের কোনও অন্ত নেই),
২৬. ভাবিনী (সর্ব কিছুর উৎপত্তিকারিণী),
২৭. ভাব্যা (ভাবনা এবং ধ্যানের যোগ্যা),
২৮. ভব্যা (কল্যাণরূপা),
২৯. অভব্যা (যাঁর থেকে বেশী ভব্য আর কোথাও নেই),
৩০. সদাগতি,
৩১. শাম্ভবী (শিবপ্রিয়া),
৩২. দেবমাতা,
৩৩. চিন্তা,
৩৪. রত্নপ্রিয়া,
৩৫. সর্ববিদ্যা,
৩৬. দক্ষকন্যা,
৩৭. দক্ষযজ্ঞবিনাশিনী,
৩৮. অপর্ণা (তপস্যাকালে পর্ণ পাতা পর্যন্ত না খাওয়া),
৩৯. অনেকবর্ণা (বহুবর্ণবিশিষ্টা),
৪০. পাটলা (লাল বরণা),

Maa Durga 108 Names In Bengali (41-60)

Advertisement

৪১. পাটলাবতী (গোলাপফুল বা লালফুল ধারণকারিণী),
৪২. পট্টাম্বরপরীধানা (রেশমীবস্ত্র পরিহিতা),
৪৩. কলমঞ্জীররঞ্জিনী (মধুর ধ্বনিকারী নুপুর ধারণ করে প্রসন্না),
৪৪. অমেয়বিক্রমা (অসীম পরাক্রমশালিনী),
৪৫. ক্রূরা (দৈত্যদের প্রতি কঠোর),
৪৬. সুন্দরী,
৪৭. সুরসুন্দরী,
৪৮. বনদুর্গা,
৪৯. মাতঙ্গী,
৫০. মতঙ্গমুনিপূজিতা,
৫১. ব্রাহ্মী,
৫২. মাহেশ্বরী,
৫৩. ঐন্দ্রী,
৫৪. কৌমারী,
৫৫. বৈষ্ণবী,
৫৬. চামুণ্ডা,
৫৭. বারাহী,
৫৮. লক্ষ্মী,
৫৯. পুরুষাকৃতি,
৬০. বিমলা,

Maa Durga 108 Names In Bengali (61-80)

Advertisement

৬১. উৎকর্ষিণী,
৬২. জ্ঞানা,
৬৩. ক্রিয়া,
৬৪. নিত্যা,
৬৫. বুদ্ধিদা,
৬৬. বহুলা,
৬৭. বহুলপ্রেমা,
৬৮. সর্ববাহনবাহনা,
৬৯. নিশুম্ভশুম্ভহননী,
৭০. মহিষাসুরমর্দিনী,
৭১. মধুকৈটভহন্ত্রী,
৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী,
৭৩. সর্বাসুরবিনাশা,
৭৪. সর্বদানবঘাতিনী,
৭৫. সর্বশাস্ত্রময়ী,
৭৬. সত্যা,
৭৭. সর্বাস্ত্রধারিণী,
৭৮. অনেকশস্ত্রহস্তা,
৭৯. অনেকাস্ত্রধারিণী,
৮০. কুমারী,

Maa Durga 108 Names In Bengali (81-108)

Advertisement

৮১. এককন্যা,
৮২. কৈশোরী,
৮৩. যুবতী,
৮৪. যতি,
৮৫. অপ্রৌঢ়া,
৮৬. প্রৌঢ়া,
৮৭. বৃদ্ধমাতা,
৮৮. বলপ্রদা,
৮৯. মহোদরী,
৯০. মুক্তকেশী,
৯১. ঘোররূপা,
৯২. মহাবলা,
৯৩. অগ্নিজ্বালা,
৯৪. রৌদ্রমুখী,
৯৫. কালরাত্রি,
৯৬. তপস্বিনী,
৯৭. নারায়ণী,
৯৮. ভদ্রকালী,
৯৯. বিষ্ণুমায়া,
১০০. জলোদরী,
১০১. শিবদূতী,
১০২. করালী,
১০৩. অনন্তা (বিনাশরহিতা),
১০৪. পরমেশ্বরী,
১০৫. কাত্যায়নী,
১০৬. সাবিত্রী,
১০৭. প্রত্যক্ষা,
১০৮. ব্রহ্মবাদিনী

Advertisement
Recent Posts