Laxmi Puja Wishes In Bengali (শুভ কোজাগরী লক্ষ্মী পুজা)

Laxmi Puja Wishes In Bengali: After Durgotsab, on the last full moon day of the month of Ashwin, the goddess Kojagari Lakshmi (Lakshmi Puja 2022) is worshiped. Mainly in Bengal, Assam, and Orissa, the full moon is worshiped on this day.

This full moon is also called ‘Sharad Purnima’ in different parts of the country.

If you are looking for some Laxmi Puja Wishes In Bengali, Then this post is for you.

Also Read:

Laxmi Puja Samagri List In Bengali(লক্ষী পুজোর উপকরণ সমূহ)

Laxmi Panchali In Bengali (লক্ষ্মীর পাঁচালি)

Laxmi Puja Mantra In Bengali | Pushpanjali Mantra 

Eso Ma Lokkhi Boso Ghare Lyrics (এসো মা লক্ষ্মী বসো ঘরে)

Laxmi Puja Wishes In Bengali

Laxmi Puja Wishes In Bengali

Laxmi Puja Wishes In Bengali (1-10)

Advertisement

1.মা লক্ষীর বরে আপনার সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য
আপনার জীবন ভরে উঠুক।
শুভ লক্ষী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা!

2. এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এই ঘরে থাকো আলো করে।
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা!

3. এই দিনটিকে একটি সুযোগ হিসাবে নিন
নতুন করে শুরু করতে এবং তৈরি করতে
নতুন শুরু, বিনিয়োগ
নিজেকে একটি ভাল এবং
সঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ
মা লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করুন।
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

4.আপনার সম্পদ রক্ষা করুন,
সাথে চিরকাল সুস্থ থাকুন
মা লক্ষ্মীর আশীর্বাদে
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

5.প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ
করে জনম জনম থাক আমার এ ঘরে
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

6.দোলপূর্ণিমা নিশীথে নির্মল আকাশ
মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস
লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ
কহিতেছে নানা কথা সুখে আলাপন।
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

7.মা লক্ষ্মী তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করুক
আপনার ও আপনার পরিবারের সকলের উপরে
সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন।
শুভ হোক লক্ষ্মীপূজা।

8.আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জলভরা ঘট পান
সুপারী সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভরো আমার এ ঘরে ঘরে!
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

9.বাড়ির বউ সত্যিই সবাই লক্ষ্মী মন্তই চায়
কিন্তু প্রতিবাদী হলেই সে অলক্ষ্মী তকমা পায়
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

10. তোমারি হাতে ভাগ্য মা
বাঁচার হাতিয়ার ভবিষ্যতের ভার
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

Laxmi Puja Wishes In Bengali (11-20)

Advertisement

11.তুমি মাগো জগতের সর্বহিতকারী,
সুখ-শান্তি সম্পত্তির তুমি অধিকারী
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

12.দেব নর সকলের সম্পদরূপিনী
জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী
সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী,
সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

13.রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে,
সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

14.সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা,
ক্ষমাময়ী নাম তব দীনে করি ক্ষমা
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

15. তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে,
স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

16. মা লক্ষ্মী যেন তার কৃপা সবার উপর দেন।
সবার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

17.মনে রেখ সংসারেতে লক্ষ্মীব্রত সার
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

18.দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

19.শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে
মা কে নিয়ে এসো বরণ করে
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

20.পূর্ণিমার চাঁদের আলোয় খুশির জোয়ার
এলো শস্য সম্পদের দেবীর
আরাধনায় সবাই মেতে উঠলো
শুভ কোজাগরী লক্ষ্মী পুজা

Advertisement

Leave a Comment