Kichu Chaini Ami Lyrics(কিচ্ছু চাইনি) | Anirban Bhattacharya

Kichu Chaini Ami Lyrics: Kichu Chaini Ami is very popular every time. This song was sung by Anirban Bhattacharya.
If you are looking for this song’s lyrics in Bengali, then this post is for you.

Song Details:

Song: Kichu Chaini Ami Lyrics
Singer: Anirban Bhattacharya 
Music composer: Prasen
Lyrics: Dipangshu Acharya

Also Read:

Basanta Ese Geche Lyrics (বসন্ত এসে গেছে) – Lagnajita 

Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ লিরিক্স) | Naboborsho

Tumi Bojhoni Ami Bolini Lyrics (তুমি বুঝনি আমি বলিনি) – Oviman

Kichu Chaini Ami Lyrics

Kichu Chaini Ami Lyrics

Music Video:

Kichu Chaini Ami Lyrics In Bengali

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে

বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে

বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে

খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজো ভুলে

না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা

দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে

চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই

আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই
তোমাকে ভাবে যেন
আজীবন ভালবেসে যাই

না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

Kichu Chaini Ami Lyrics In English

Kichu chaini ami
Ajibon valobasa chara
Amio tader dole
Barbar more jay jara

Na na kichu chaini ami
Ajibon valobasa chara
Amio tader dole
Barbar more jay jara

Somoyer ghosa lege
Shilalipi jay khoye khoye
Ami eka bose thaki
Premiker opekhay

Batase prabad ar
Akashe adim dhrubtara
Batase prabad ar
Akashe adim dhrubtara

Kichu chaini ami
Ajibon valobasa chara
Baste baste valo
Tomari duhate gechi more

Baste baste valo
Tomari duhate gechi more
Abar esechi fire
Neva neva chayapoth dhore

Khujechi Tomar mukh
Somosto upokar khule
Rajkumarir maya
Prithibi jayni ajj o vule

Na na kichu chaini ami
Ajibon valobasa chara
Amio tader dole
Barbar more jay jara

Kichu chaini ami
Ajibon valobasa chara
Amio tader dole
Barbar more jay jara

Neel prasader siri
Dheke rakhe dhusor kuyasa
Barbar more giye
Amader fire fire asa

Dekhechi tomar bari
Nogorer proti bake bake
Dekhechi tomar bari
Nogorer proti bake bake

Chena kisorir moto
Amake nanan name dake
Amadr poth cheye
Manusera din gone tai

Amadr poth cheye
Manusera din gone tai
Tomake vabe jeno
Ajibon valobase jai

Na na kichu chaini ami
Ajibon valobasa chara
Amio tader dole
Barbar more jay jara

Leave a Comment