Ke Tumi Tandraharani Lyrics (কে তুমি তন্দ্রাহরণী)-Manna Dey
Ke Tumi Tandraharani Lyrics (কে তুমি তন্দ্রাহরণী)-Manna Dey
কে তুমি, কে তুমি
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে (x2)
তোমার ডাকেই কূল হারালো
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্নতরণী
আমার স্বপ্নতরণী
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
তুমি বোঝ নাকি
তুমি বোঝ নাকি (x2)
প্রাণের বিরাম জানে না আমার
বনের পাখী, তুমি শোন তা কি
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে (x2)
মিলন মায়ায় হয় একাকার
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গধরণী
সাধের স্বর্গধরণী
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
Singer: Manna Dey
Ke Tumi Tandraharani mp3 download
Music Video