Karone Okarone Lyrics (কারণে অকারণে) | Minar Rahman

Advertisement

Karone Okarone Lyrics: Karone Okarone is now a famous song by Minar Rahman, who is a Bangladeshi singer. This song was composed by Eagle music.

If you are looking for Karone Okarone Lyrics in Bengali, then this post is for you.

Song Details:

Song: Karone Okarone
Vocal: Minar Rahman
Lyrics: Isteaque Ahmed
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza

Also Read: 

Shono Go Sajani Lyrics (শোনো গো সজনী) | Hemanta Mukherjee

Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics (আমায় প্রশ্ন করে)

Boba Tunnel Lyrics (বোবা টানেল) | Anupam Roy | Chotushkone

Karone Okarone Lyrics

Music Video:

Karone Okarone Lyrics In Bengali

Advertisement

কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যতো
জোছনা নিলাম

নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বা পাশেই ছিলাম

কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যতো
জোছনা নিলাম

নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বা পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা

দাঁড়িয়ে আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই

আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

জলেতে বা আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান

জাগরণে মিছিলে কোথায়
যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে অভিমান

জলেতে বা আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান

জাগরণে মিছিলে কোথায়
যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে অভিমান

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা

দাঁড়িয়ে আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই

আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

Karone Okarone Lyrics In English

Advertisement

Karone okarone
Nisedhe ba barone
Tomar namei joto
Jochona nilam

Niyome oniyome
Dohone ba dharone
Amay nikhoj vabo
Ba pasei chilam

Karone okarone
Nisedhe ba barone
Tomar namei joto
Jochona nilam

Niyome oniyome
Dohone ba dharone
Amay nikhoj vabo
Ba pasei chilam

Chokhe jol nona ki
Niye gelo jonaki
Keno ami pothe eka

Dariye aloder piyone
Sodium niyone
Jeno sobai kothay hariye

Ami tomar didhay bachi
Tomar didhay pure jai
Emon didhay prithibite
Tomay cheyechi purotai

Ami tomar swapne bachi
Tomar swapne pure jai
Emon sadher prithibite
Tomay cheyechi purotai
Purotai…

Jole te ba agune
Barsha ba fagune
Tomar name joto
Megheder gaan

Jagorone michil kothay
Je ki chile
Amay nikhoj vabo
Niye oviman

Chokhe jol nona ki
Niye gelo jonaki
Keno ami pothe eka

Dariye aloder piyone
Sodium niyone
Jeno sobai kothay hariye

Ami tomar didhay bachi
Tomar didhay pure jai
Emon didhay prithibite
Tomay cheyechi purotai

Ami tomar swapne bachi

Tomar swapne pure jai
Emon sadher prithibite
Tomay cheyechi purotai
Purotai…

Advertisement
Recent Posts