Best 20+Kali Puja Wishes In Bengali(শুভ কালীপুজোর শুভেচ্ছা)

Kali Puja Wishes In Bengali: On the day of Kali Puja, We all celebrated Dipaboli. But someone celebrated this occasion as Diwali.

If you are looking for some Kali Puja Wishes In Bengali, then this post is for you.

Also Read

Kali Puja Mantra Bengali | Pushpanjali Mantra

Kali Puja Vidhi In Bengali (কালীপূজা পদ্ধতি) | শুভ দীপাবলি

Best 30+Subho Dipaboli In Bengali(শুভ দীপাবলির শুভেচ্ছা)

Kali Puja Wishes In Bengali

Kali Puja Wishes In Bengali

Kali Puja Wishes In Bengali(1-10)

Advertisement

1.দীপাবলির আলোতে মুছে যাক সব কালিমা
কেটে যাক সব অন্ধকার আসুক এক নতুন দিন।
সবাইকে জানাই শুভ কালীপুজো

2.আঁধার কেটে আসবে আলো মা কালীর সাথে
প্রদীপের আলোয় সব কালিমা মুছে যাবে তাতে
সবাইকে জানাই শুভ কালীপুজো

3.আঁধার কেটে আলো আসুক প্রতিটা মানুষের ঘরে ঘরে
সবাইকে জানাই শুভ কালীপুজো

4.প্রদীপের আলো আপনাদের,
জীবনে বয়ে আনুক
সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য।
কালী পূজার আন্তরিক,
প্রীতি শুভেচ্ছা রইলো
সবাইকে জানাই শুভ কালীপুজো

5.আকাশে বাতাসে অনেক আলো,
কালী পূজার দিনটা কাটুক ভালো
সবাইকে জানাই শুভ কালীপুজো

6.দীপাবলির রাত যেমন আলোতে ভরে ওঠে তেমন
তোমার জীবন ও আলোতে ভরে উঠুক এই কামোনা করি
সবাইকে জানাই শুভ কালীপুজো

7.প্রদীপের আলোয়, বাজির শব্দে
ও মিষ্টি মুখে কালী পূজা সবার খুব ভালো কাটুক
সবাইকে জানাই শুভ কালীপুজো

8.মনের আঁধার মুছিয়ে দে মা,
মনাকাশে জ্বেলে আলো
ঘুচিয়ে দে মা যত কালো
সবাইকে জানাই শুভ কালীপুজো

9.শ্যামা মায়ের আশীর্বাদ
থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে
সবাইকে জানাই শুভ কালীপুজো

10.দুঃখ গুলো ভুলে গিয়ে
কালী পূজার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে জানাই শুভ কালীপুজো

Kali Puja Wishes In Bengali (11-21)

Advertisement

11.আলোর শুভ শক্তিতে ধ্বংস
হয়ে যাক দুনিয়ার সব আঁধার
সবাইকে জানাই শুভ কালীপুজো

12.কালী পূজার রোশনাই
আলোকিত হয়ে উঠুক
তোমার ও তোমার পরিবারের জীবন।
সবাইকে জানাই শুভ কালীপুজো

13. অমাবস্যার অন্ধকার রাতে পথ
দেখায় স্বয়ং মা কালী।
সবাইকে জানাই শুভ কালীপুজো

14.সারা পৃথিবী আলোয় আলোকিত,
আশায় ভরা উৎসব এসেছে
সবাইকে জানাই শুভ কালীপুজো

15.হাসিমুখে প্রদীপ জ্বালানো,
আনন্দকে আলিঙ্গন করা,
সবার সাথে এই দীপাবলি উদযাপন করা
সবাইকে জানাই শুভ কালীপুজো

16.মায়ের আরাধনার পাশাপাশি বাঙালী
এইসময় দীপাবলি অর্থাৎ আলোর উৎসবেও মেতে ওঠে।
সবাইকে জানাই শুভ কালীপুজো

17.কালী পুজোয় চারিদিক আলোয় আলোয় ভরে ওঠে।
সুখ শান্তি খুশি আনন্দ ছড়িয়ে পরে আকাশে বাতাসে।
চারদিকে আলোর রোশনাই
সবাইকে জানাই শুভ কালীপুজো

18.মা গো কালী পূজার আমাবস্যা
আলোয় আলোয় ভরে দিও
মাগো তোমার আরাধনায় সবার
প্রাণে যেন সুখ থাকে
সবাইকে জানাই শুভ কালীপুজো

19.দুঃখীর তুমি দুঃখ ঘুচাও
দীনের অশ্রু তুমি মুছাও উদ্ধার করো
সবার সংসার আলোয় ভরো
সবাইকে জানাই শুভ কালীপুজো

20.দাও মাগো শক্তি এই অধমের জীবনে
এনে দাও মুক্তি দূর করে দিও সব ক্লান্তি
সবাইকে জানাই শুভ কালীপুজো

21.আঁধার ঘিরে ধরেছে চারিপাশে তুমি
এসে আলোকিত করো মা
সবাইকে জানাই শুভ কালীপুজো

Advertisement

Leave a Comment