Jhor Lyrics Rupam  Islam ( ঝড় ) – Aami 2020 | Lyricsblue
Jhor Lyrics Rupam Islam

Jhor Lyrics Rupam Islam ( ঝড় ) – Aami 2020 | Lyricsblue

Jhor Lyrics Rupam Islam ( ঝড় ) – Aami 2020

 

Jhor Lyrics Rupam Islam:

জোরে হাওয়া দিল,ঢেউ এল তারই দমে
জল ভাবে কোন তল্লাটে ঝড় বয়?
নদীপাশে ফুল হাসে বিদুষীর হাসি
বুঝে তার সুবাসেই শক্তির সঞ্চয়
পুষ্প-সুরভি যেন জাদুকরি মায়া।
হাওয়াকে পাথর করে রেখেছিল ধরে
নিশ্চল নদীটার স্লান বয়ে যাওয়া
দেখে সময় ঝাঁকুনি দিল বাতাসকে জোরে
সময়ের কারিকুরি আমি জেনে গেছি বলে
সমীহ নিয়ে সে কবিতার দিকে দ্যাখে।
কবিতা পাঠালাে ডাক, সভা শুরু হ’ল
ইমেজারিগুলাে জড়াে হ’ল একে একে একে
লাঃ লাঃ লাঃ

তুফানের সাথে-পাঁচে পাথর ছিল না
পাথর ছিল না।
তবু কাব্যে কীভাবে এল তার উপমাটা
চিন্তিত পাথরকে কবিতা টিপল চোখ
কৌতুকে বােঝাতে এ দিনকাল ঘাঁটা।

বাতাসের ঝড় আর নদীজলে তরঙ্গ
অবশ পাথর,,, এ তাে কাব্যের রূপক!
ইট কাঠ পাথরের প্রস্তর যুগে তবু
আজও ভালােবাসা,,,বহু ব্যবহৃত ধ্রুবক
এভাবে আলোচনায় ‘ভালোবাসা’ ঢুকে এল
ব’লে প্রকৃতি বলে বিতর্ক বেকার
একবার প্রেম এলে কত ঝড় ওঠে
সেই ঝড়ে মুছে যায় স্টেটাসকো রেখা
আর কে না জানে ভালােবাসা
শেষ কথা বলে
তাই ধ্বনিভােট নিতান্ত অপ্রয়োজনীয়
বরং ফুলের মায়া ভেঙে দিক হাওয়া
ঢেউ তােলা ঝড় তুমি তুমি যুগ যুগ জিও
ঝড় তােলা প্রেম তুমি থেকো বরণীয়
আর প্রেমিক সময় তুমি শুভেচ্ছা নিও
যুগ যুগ জিও
লাঃ লাঃ লাঃ

Singer: Rupam Islam

Play The Song 

 

Leave a Reply