Jater Name Bajjati Poem Lyrics In Bengali: Jater Name Bajjati, this poem was written by Rebellious Poet Kazi Nazrul Islam.
Here we provide Jater Name Bajjati Poem Lyrics In Bengali. If you are looking for this post, then this post is for you.
Song Details:
Poem: Jater Name Bajjati
Lyricist: Kazi Nazrul Islam
Also Read:
Ami Jar Nupurer Chhanda Lyrics (আমি যার নূপুরের ছন্দ)
Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নুপুর পায়ে)
Khelicho A Bisho Loye Lyrics (খেলিছ এ বিশ্ব লয়ে) | Nazrul
Jater Name Bajjati Poem Lyrics In Bengali
Music Video:
Jater Name Bajjati Poem Lyrics In Bengali
জাতের নামে বজ্জাতি
সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে?
জাত ছেলের হাতের নয়তো মোয়া
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি –
ভাব্লি এতেই জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা
এক জাতিকে একশ’-খান
এখন দেখিস ভারত জোড়া
পঁচে আছিস বাসি মড়া,
মানুষ নাই আজ আছে
শুধু জাত শেয়ালের হুক্কাহুয়া
জানিস নাকি ধর্ম সে
যে বর্ম সম সহন শীল,
তাকে কি ভাই ভাঙ্তে পারে
ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল
যে জাত-ধর্ম ঠুন্কো এত,
আজ নয় কাল ভাঙবে সেত,
যাক্ না সে জাত জাহান্নামে,
রইবে মানুষ, নাই পরোয়া।।
বলতে পারিস,বিশ্ব-পিতা
ভগবানের কোন সে জাত?
কোন্ ছেলের তার লাগলে
ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই
তোদের কেন জাতের বালাই?
ছেলের মুখে থুথু দিয়ে
মার মুখে দিস ধূপের ধোঁয়া।।