Janmashtami Puja Vidhi In Bengali: The Hindu’s great festival of Janmashtami, also known as Krishna Janmashtami, Gokulashtam; this day is celebrated as the birth of Lord Krishna.
On the eighth day of Krishna Paksha in the Bengali month Bhadra.
If you are looking for all the information about Janmashtami like Puja Vidhi In Bengali Then this post is for you.
Also Read:
Sri Krishna 108 Names In Bengali List
Krishna Astotoro Soto Naam Lyrics
Brojo Gopi Khele Hori Lyrics (ব্রজ গোপী খেলে হরি )
Krishna Mantra In Bengali (শ্রী কৃষ্ণের মন্ত্র)
Janmashtami Puja Vidhi In Bengali
Janmashtami Puja Vidhi In Bengali
জন্মাষ্টমীর তারিখ এবংশুভ সময়
তারিখ- ১৮ অগাস্ট, বৃহস্পতিবার
অষ্টমী শুরু- ১৮ অগস্ট রাত ৯টা ২১ মিনিট থেকে।
অষ্টমী শেষ- অষ্টমী শেষ- ১৯ অগাস্ট রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।
অভিজিৎ মুহূর্ত – ১৮ অগস্ট দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট পর্যন্ত।
বৃদ্ধি যোগ – ১৭ অগাস্ট রাত ৮ টা ৫৬ মিনিট থেকে ১৮ অগাস্ট রাত ৮টা ৪১ মিনিট।
জন্মাষ্টমীর দিন রাহু কাল- ১৮ আগস্ট দুপুর ২টো ৬ মিনিটে শুরু হবে এবং ৩টে ৪২মিনিটে শেষ হবে
উপকরণ : ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পঞ্চশস্য পাট, বালি, মধু পর্কের বাটি, আসন,ঘি,মধু,পান , চেলি, চাঁদমালা
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে শুভ অষ্টমী তিথিতে রাত্রি দ্বিপ্রহরে.
শ্রীকৃষ্ণ কীর অষ্টম গর্ভ হইতে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমীকে উপলক্ষ্য করিয়া পৃথিবীতে শ্রীশ্রীকৃষ্ণের ব্রত ও পূজা করা হয়