Jagadhatri Puja Sms In Bengali (জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা)

Jagadhatri Puja Sms In Bengali: If You are looking for some Jagadhatri Puja Sms In Bengali, Then this post is for you.

Also Read

Jagadhatri Puja Mantra In Bengali(জগদ্ধাত্রীর মন্ত্রাবলী)

Kojagori Lokkhi Puja Mantra | Pushpanjali Mantra in Bengali

Durga Puja Mantra In Bengali ( মা দুর্গার সকল মন্ত্রাবলী)

Jagadhatri Puja Sms In Bengali

Jagadhatri Puja Sms In Bengali

Jagadhatri Puja Sms In Bengali (জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা)

Advertisement

1.দুর্গার রুপ তুমি দুর্গতিনাশিনী
মায়ের আগমনে সকল দুঃখ ঘুচে যাক
শুভ জগদ্ধাত্রী পূজা

2.জগৎ আলো করে এসেছো আবার তুমি মা
স্নেহ ভালবাসায় ভরিয়ে দিও মন সবার
শুভ জগদ্ধাত্রী পূজা

3.সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও ভালবাসা।
এই উৎসব সবার খুব ভালো কাটুক
শুভ জগদ্ধাত্রী পূজা

4.দেবী আপনার চারপাশের সমস্ত অশুভ
শক্তির বিনাশ করুন।দেবী আপনার জীবনকে
সমৃদ্ধি এবং সুখে পূর্ণ করুন।
শুভ জগদ্ধাত্রী পূজা

5.একসাথে উদযাপন করা উৎসব গুলির স্মৃতি,
আমার হৃদয়ে চিরকালের জন্য
স্মরণীয় হয়ে থাকবে।
শুভ জগদ্ধাত্রী পূজা

6.কালী পুজার পর এলো ভাই ফোঁটা
আর তারপরেই এলো স্বয়ং মা জগদ্ধাত্রী
যিনি সমগ্র জগৎকে রক্ষা করেন
শুভ জগদ্ধাত্রী পূজা

7.আমাদের আশা ভরসা সবই
তুমি মা জগদ্ধাত্রী
মা গো তুমি সবাইকে রক্ষা করো
শুভ জগদ্ধাত্রী পূজা

8.মা জগদ্ধাত্রী হলো কৃষ্ণনগর ও
চন্দননগরের প্রাণাত্মিকা।
জগদ্ধাত্রী শব্দের অর্থ ত্রিভুবনের পালিকা
শুভ জগদ্ধাত্রী পূজা

9.আবার সমগ্র জগৎ মেতে উঠেছে মা দুর্গার
আর এক রুপ মা জগদ্ধাত্রী কে নিয়ে।
জগদ্ধাত্রী পুজো সবার খুব ভালো কাটুক
শুভ জগদ্ধাত্রী পূজা

10.হাতে শঙ্খ, চক্র, বাণ ও ধনুক নিয়ে সিংহ বাহনে
মা আবির্ভুতা হন মর্তে। মা তাঁর কৃপার হস্তে
সন্তানদের আগলে রাখেন
শুভ জগদ্ধাত্রী পূজা

11.জগৎ জননী মাগো তুমি সবাই কে
ভালো রেখো সুস্থ রেখো এই কামনা করি
শুভ জগদ্ধাত্রী পূজা

12.অসুর দলনী তুমি শক্তি সরুপিনী
বিপদে মা গো রক্ষা করো তোমার ভক্তদের
শুভ জগদ্ধাত্রী পূজা

13.আবার ধরণী সেজেছে আলোয়
সাজবে নাই বা কেন?
স্বয়ং মা জগদ্ধাত্রী এসেছে যে
শুভ জগদ্ধাত্রী পূজা

14.হে জগদ্ধাত্ৰি! তুমি ভক্তদের সম্বন্ধে জয়
প্ৰদান করে থাক, তুমি জগদানন্দরূপিণী
শুভ জগদ্ধাত্রী পূজা

15.তুমি সব, তুমিই শক্তি,
তুমিই শক্তিতে অবস্থান করছ,
আবার তুমিই শক্তি বিগ্ৰহধারিণী।
তুমি শাক্তদের সপ্তাচারে সন্তুষ্টা
শুভ জগদ্ধাত্রী পূজা

16.হে জগদ্ধাত্ৰি! তুমি কালাদিরূপা,
কালেশ্বরী এবং কালাকাল
বিভেদ কারিণী, তুমি সর্ব্বরূপিণী সৰ্ব্বজ্ঞা,
তোমাকে নমস্কার
শুভ জগদ্ধাত্রী পূজা

17.তুমি দয়ারূপিণী, তুমি ভক্তগণকে
দয়া করে দর্শন দিয়ে থাক,
তোমার হৃদয় দয়া দ্বারা আর্দ্রীকৃত,
তুমি ভক্তদের দুঃখ মোচনকারিণী
শুভ জগদ্ধাত্রী পূজা

18.তুমি সিংহের স্কন্ধে আরূঢ়া, নানা অলঙ্কারে
অলঙ্কৃতা, চতুর্ভূজা, মহাদেবী, এবং তুমি সর্পকে
যজ্ঞোপবীত রূপে ধারণ করে আছ
শুভ জগদ্ধাত্রী পূজা

19.তুমি রক্ত বস্ত্ৰ পরিধান করে আছ,
তোমার শরীর বালসুৰ্য্যের ন্যায়
শুভ জগদ্ধাত্রী পূজা

20.তুমি সমস্ত জগতের ভার বহন করছ, তুমি অচল স্বরূপা;
জগৎ ধারণ করেও তুমি ধীরভাবে অবস্থিতা রয়েছ
শুভ জগদ্ধাত্রী পূজা

21.”শিউলি ফুলের গন্ধে ভরে উঠলো প্রভাত
আকাশেতে করছে খেলা রঙিন মেঘের ঝাঁক
আনন্দের এই উৎসবেতে ভুবন উঠুক ভরে
শুভ জগদ্ধাত্রী পূজা

22. জগৎ জননী মা এলো ঘরে
সবার হৃদয় আবার হলো আলো
অন্ধকার গেলো মুছে
শুভ জগদ্ধাত্রী পূজা

Advertisement

Leave a Comment