Top 25+ Happy Valentine’s Day Quotes In Bengali | Lyricsblue

Happy Valentine’s Day Quotes In Bengali: 14th February, we all know that this day is known as Valentine’s Day. Every couple celebrated this day with their special one.
This day is a very important day for every couple.

Here we provide Happy Valentine’s Day Quotes In Bengali. If you are looking for this type of post, then this post is for you.

Also Read:

Top 20+ Promise Day Quotes In Bengali (প্রমিস ডে শুভেচ্ছা)

Best 30+Good Morning Quotes In Bengali(শুভ সকালের শুভেচ্ছা)

25 Best Women’s Day Quotes In Bengali (নারী দিবসের শুভেচ্ছা)

Top 30+ Mothers Day Quotes In Bengali

Happy Valentine’s Day Quotes In Bengali

Happy Valentine's Day Quotes In Bengali

Happy Valentine’s Day Quotes In Bengali (1-10)

Advertisement

1.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন
Happy Valentine’s Day

2.তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
Happy Valentine’s Day

3.তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা
Happy Valentine’s Day

4.শীতের চাদর জড়িযে
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন বুঝেনিও
আমি আছি তোমার পাশে সারাক্ষণ
Happy Valentine’s Day

5.এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে
ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে
Happy Valentine’s Day

6.প্রেম মানুষকে শান্তি দেয়
কিন্তু স্বস্তি দেয় না
Happy Valentine’s Day

7.যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়,
তার প্রতি কোনো মোহ থাকে না
Happy Valentine’s Day

8.তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয়
ভরা ভালোবাসা
Happy Valentine’s Day

9.একজন প্রকৃত প্রেমিক শত শত
মেয়েকে ভালোবাসে না,বরং সে একটি
মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে
Happy Valentine’s Day

10.এক মুঠো মিষ্টি রোদ ,
এক গুচ্ছ গোলাপ কিছু স্বপ্ন,
শিশুর কোমলতা আর আমার হৃদয়রাঙানো
ভালোবাসা দিলাম তোমায়
Happy Valentine’s Day

Happy Valentine’s Day Quotes In Bengali (11-20)

Advertisement

11.যদি সত্যি জানতে চাও তোমাকে চাই
তোমাকে চাই । যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই
Happy Valentine’s Day

12.যদি আর কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
Happy Valentine’s Day

13.যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি
না আছি তবু মনে রেখো
Happy Valentine’s Day

14.তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে বলো
কিভাবে বোঝাই ভালোবাসি
Happy Valentine’s Day

15.যেদিন কানে কানে সব বলবো
তোমাকে বুকের মাঝে জাপটে
জড়িয়ে ধরবো তোমাকে
Happy Valentine’s Day

16.হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে চেয়েছি
তোমায় জানতে,শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
Happy Valentine’s Day

17.তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে 
আমি তোমার চোখে তাকানোর
সাহস পেতাম না
Happy Valentine’s Day

18.তোর উত্তরেরই আশায়
প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়
আবেগের ব্যস্ত পারাপার আর কোনো
রাস্তা নেই আমার বলনা তোর দোহাই
প্রেম ভাসাই কোন জলে
Happy Valentine’s Day

19.বৃষ্টি নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী
Happy Valentine’s Day

20.এইতো কদিন আগেও ছিলে
তুমি অচেনা
আজকে চোখের আড়াল হলে
ভালো লাগে না
Happy Valentine’s Day

Happy Valentine’s Day Quotes In Bengali (21-27)

Advertisement

21.চলো বলে ফেলি কতো কথা
কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই
Happy Valentine’s Day

22.আমি তোমার সঙ্গে বেঁধেছি
আমার প্রান সুরেরও বাঁধনে
Happy Valentine’s Day

23.তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
Happy Valentine’s Day

24.তোমাকে ছুঁতেই নেমে এলো একা রাত
চিলেকোঠা খুলে ভালোবাসবার ছাদ,
এ শহর জানে জড়িয়ে থাকার ঘুম
এ মন ছুঁয়েছে শরীরের মরসুম
আমরা যেমন তেমনই তো দূরে দূরে
মানুষ যাচ্ছে ভালোবাসবার সুরে
Happy Valentine’s Day

25.তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছি
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে
নেওয়ার কোনো কারণ
Happy Valentine’s Day

26.এতো কাছাকাছি একই শহরে
কেউ নেই কারো একটু নজরে
কতটুকু ভয় হয় গেলে পরে
এতো দীর্ঘ পথ বেঁকে যেতে পারে
Happy Valentine’s Day

27.যে ভালবাসা যত গোপন
সেই ভালবাসা তত গভীর
Happy Valentine’s Day

Advertisement

Leave a Comment