Happy New Year 2023 Wishes In Bengali: If you want to celebrate this new year with your friends and family or your special one,
Then you have to share some Happy New Year 2023 Wishes In Bengali.
Let’s Take a look at what virtual greeting messages you can share this New Year from your WhatsApp,
Facebook, Instagram, or other social media.
Also Read:
Top 20+ Merry Christmas Wishes In Bengali
Best 30+Subho Dipaboli In Bengali
25 Best Women’s Day Quotes In Bengali
Best 30+ Teachers Day Quotes In Bengali
Happy New Year 2023 Wishes In Bengali
Happy New Year 2023 Wishes In Bengali (1-5)
1.নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
Happy New Year 2023
2.নতুন বছর শুরু আজ
নতুন পোশাক নতুন সাজ
মিষ্টি মন, মিষ্টি হাসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি
Happy New Year 2023
3.নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছা
Happy New Year 2023
4.একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
Happy New Year 2023
5.একটি বছর আরো কেটে
গেলো তোমার অপেক্ষায়
সারা জীবন সাথে থাকবো কথা
দিয়েছিলে মনের অন্তরায়
Happy New Year 2023
Happy New Year 2023 Wishes In Bengali (6-10)
6.নতুন বছর সেজে উঠুক
আবার নতুন করে।
নতুন নতুন স্বপ্ন দেখো
নতুন বছরের টানে
Happy New Year 2023
7.চাওয়া গুলো পাওয়া হোক
আশা গুলো পূর্ণ হোক
স্বপ্ন গুলো সত্যি হোক
দুঃখ গুলো বিদায় হোক
নতুন বছরের দিন গুলো
সবার ভালো হোক
Happy New Year 2023
8.নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
Happy New Year 2023
9.মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখি ছিলে সুখি হও
আর শুভ হোক তোমার
নতুন বছর
Happy New Year 2023
10.মনে আসুক বসন্ত
সুখ হোক অনন্ত
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের
আনন্দ হোক অফুরন্ত
Happy New Year 2023
Happy New Year 2023 Wishes In Bengali (11-15)
11.নতুন সূর্য,ভুলিয়ে দাও,
আছে যত দূঃখ বেদনা।
তোমার সোনালি আলোয়।
নতুন সকাল,উড়িয়ে নিয়ে যাও,
না পাওয়ার বেদনা
Happy New Year 2023
12.পুরানোকে বিদায় জানিয়ে
নতুনকে বরণ করে
আপনার পুরো বছরটা
হাসি খুশির মধ্যেদিয়ে কেটে যাক
Happy New Year 2023
13.বছর শেষের ঝরা পাতা
বললো উড়ে এসে
একটি বছর পেরিয়ে গেলো
হওয়ার সাথে ভেসে
নতুন বছর আসছে তাকে
যত্ন করে রেখো
Happy New Year 2023
14.বন্ধু হও,শত্রু হও
যেখানে যে কেহ রও
ক্ষমা কর আজকের মত
পুরাতন বছরের সাথে
পুরাতন অপরাধ যত
Happy New Year 2023
15.চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত
সুর্য কে ভালবাসি দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি সুবাস পর্যন্ত
কিন্তু তোমাকে ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত
Happy New Year 2023
Happy New Year 2023 Wishes In Bengali (16-20)
16.নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা,
চারিদিকে ছড়িয়ে দিক
শুধুই ভালবাসা
সবাই মিলে মিশে হাসবো প্রাণ খুলে
Happy New Year 2023
17.আঁধার ভেদ করে সূর্য
প্রতি জীবন দুয়ারে পৌঁছে
গ্লানি ভুলে এসো রাঙিয়ে তুলি
জীবনের নতুন বছর টিকে
Happy New Year 2023
18.নতুন বছর মানেই একরাশ আশা,
একরাশ আনন্দ, একরাশ সুখের আলো
সব নতুন করে শুরু
Happy New Year 2023
19.নতুন বছর নতুন আশা
রইলো কিছু ভালোবাসা।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন
Happy New Year 2023
20.কামনা করি নতুন বছরের
আগমনে প্রতিবারের মতন
শুধু ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়
Happy New Year 2023
Happy New Year 2023 Wishes In Bengali (21-26)
21.বাউল গানের সান্ধ্য তালে
নতুন বছর এসেছে ঘুরে
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে
Happy New Year 2023
22.নতুন বছরে সবসময়
যেন তোমার মন ভরে
থাকে অনেক অনেক আনন্দে
তোমার হাসি অক্ষয় হোক
Happy New Year 2023
23.আজ দেখো নতুন স্বপ্ন
ভুলে যাও সব পুরনো কষ্ট।
আজ করো নতুন সব কল্পনা
Happy New Year 2023
24.আজ থেকে শুরু হোক নতুন জীবন
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ
এই কামনা করি আমি সারাটা ক্ষণ
Happy New Year 2023
25.নতুন বছর জ্বলে উঠুক
নতুন আলোয়,নতুন আশায়
Happy New Year 2023
26.বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে
মেতে উটুক মন নতুন বর্ষে
Happy New Year 2023