Top 15+ Happy 77th Independence Day Wishes In Bengali

Happy 77th Independence Day Wishes In Bengali: This year India will celebrate its 77th Independence Day. This day is a matter of pride for every countryman and is celebrated with great pomp across the country. This day not only celebrates the independence of the country but also remembers the sacrifices and sacrifices of the freedom fighters who gave their lives for the country.

Here we are providing Happy 77th Independence Day Wishes In Bengali.

Also Read:

Potakar Panch Rong Lyrics In Bengali (পতাকার পাঁচরঙ)

Bipode More Rokkha Koro Lyrics In Bengali | Rabindra Sangeet

Muktiro Mondiro Lyrics | RUPAM ISLAM | Lyricsblue

 

Happy 77th Independence Day Wishes In Bengali

Happy 77th Independence Day Wishes In Bengali

Happy 77th Independence Day Wishes In Bengali (1-10)

Advertisement

1.এই স্বাধীনতা দিবসে সেই বীর
আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি
যারা আমাদের শান্তির জন্য বীরত্বের
সঙ্গে লড়াই করেছিলেন।
শুভ স্বাধীনতা দিবস

2.যারা স্বর্গগত তারা এখনো জানেস্বর্গের চেয়ে
প্রিয় জন্মভূমিএসো স্বদেশব্রতে মহা দীক্ষালোভীসেই
মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি।”
শুভ স্বাধীনতা দিবস

3.ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে
প্রতিরোধ গড়ে তুলুন !
আসুন আজ সকলে মিলে দেশের
পতাকার মান রক্ষার শপথ নিই !
জয় হিন্দ!! 
শুভ স্বাধীনতা দিবস

4.স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে
দাঁড়াতে শিখিয়েছে স্বাধীনতা দিবস।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
শুভ স্বাধীনতা দিবস

5.স্বাধীনতার জন্য ফাঁসিতে ঝুলে যাওয়ানির্ভীক
ভাবে বুকে গুলি খাওয়াদেশের হারানো শহীদদের
আমরা প্রণাম জানাই!
শুভ স্বাধীনতা দিবস!

6. স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নিলাম
আমাদের প্রণাম তাদের চরণে দিলাম
আজ স্বাধীনতার পূর্ণ্য হলো ৭৭তম বছরশত
কোটি প্রণাম নিও হে বীর অধীশ্বর

7. তুমি ভারত বীর এগিয়ে চলোকেনো মরার
আগে মরবে বলো!সাহস আছে তোমার বুকের মাঝে
ঈশ্বর তো তোমার সঙ্গেই আছে,
চলো দিল্লি ডাক দিয়েদেশের পতাকা হাতে নিয়ে।
শুভ স্বাধীনতা দিবস!

8. সৈন্যরা তাদের হৃদয়ে দেশপ্রেমের একটি উজ্জ্বল শিখা বহন করে,
আমাদেরকে একটি উন্নত আগামীর দিকে পরিচালিত করে
শুভ স্বাধীনতা দিবস!

9.সৈন্যরা, সবসময় তাদের দায়িত্ব পালনে
প্রকৃত বীরত্ব ও ত্যাগ স্বীকার করে।
আমাদের সেবা করার জন্য তাদের ধন্যবাদ জানাই
শুভ স্বাধীনতা দিবস!

10. অনেক শহীদের রক্ত রাঙ্গা আমাদের এই স্বাধীনতা.
তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের
শুভ স্বাধীনতা দিবস!

Happy 77th Independence Day Wishes In Bengali (11-17)

Advertisement

11.হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছিলেন যাতে
আমাদের দেশটি এই দিনটিকে উদযাপন করতে পারে,
তাদের ত্যাগ কখনও ভুলে না যায়।
শুভ স্বাধীনতা দিবস!

12. আঁধারের কালো পর্দা সরিয়ে,
শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে,
সূর্যের মতো আলো ছিটিয়ে,
এলো আজ সেই স্বাধীনতা

13.কোনও দেশ তখনই স্বাধীন হয়,
যখন লক্ষ-লক্ষ মানুষ নিজেদের প্রাণ বলিদান দেন।
তাই আজকের দিনে সেই সব সাহসী যোদ্ধাদের কথা স্মরণ করুন এবং
দেশবাসীকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই 
শুভ স্বাধীনতা দিবস!

14.এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি
আমরা গর্বিত ভারতবাসী স্বাধীনতা দিবসের এই বিশেষ
দিনটিতে সেই অনুভূতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি!!
জয় হিন্দ
শুভ স্বাধীনতা দিবস!

15.কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসেনা,
বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তাশক্তিতে।
বৈপ্লবিক চেতনা জাগ্রত হোক প্রত্যেকটি মানুষের মননে!
শুভ হোক স্বাধীনতা দিবস

16. স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার !!
আসুন এই অধিকারটিকে আমরা পূর্ণ মর্যাদা দিয়ে
স্বাধীনতা দিবসের দিনটিকে সাফল্যমণ্ডিত করে তুলি
শুভ স্বাধীনতা দিবস!

17.আজকের দিনেই ইংরেজ শাসন
থেকে মু্ক্তি পেয়েছিল ভারত।
তাই এই বিশেষ দিনে সকল ভারতবাসীকে
জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালবাসা
শুভ স্বাধীনতা দিবস!

Advertisement

Leave a Comment