Ganesh Puja Vidhi In Bengali: Ganesh Chaturthi is going to be celebrated on 31th August 2022, in Bengali 14th Bhadra 1429.
If you want Ganesh Puja Vidhi in Bengali, then this post is for you.
Also Read
Ganesh 108 Names In Bengali (সিদ্ধিদাতা গণেশের ১৹৮ টি নাম )
Ganesh Chalisa In Bengali (গণেশ চালিসা) | Ganesh Chaturthi
Ganesh Puja Samagri List In Bengali (গণেশ পুজোর উপকরণ)
Ganesh Puja Vidhi In Bengali
বন্দনা এবং আরতির সময়
পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী – ৩১ অগস্ট ২০২২
গণেশ পূজার মুহূর্ত: ১১.০৪ মিনিট থেকে ১৩.৩৭ মিনিট
সময়কাল: ২ ঘন্টা ৩৩ মিনিট
Ganesh Puja Vidhi In Bengali(গণেশ পুজো পদ্ধতি)
গনেশ পূজা হিন্দু ধর্মের সমস্ত মানুষদের কাছে বিশেষ করে ব্যবসায়ী দের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা ।গণেশ কে সিদ্ধিদাতা বলা হয়।
পুজার দিন সকালে পুরো বাড়ি ভাল করে পরিস্কার পরিছন্ন করে বসার আসনে সুন্দর করে আলপনা এঁকে তার পর গনেশ মুর্তি বসাতে হবে।
গণেশের আরেক নাম মোদক প্রিয় । তাই গনেশ পূজায় অবশ্যই মোদক দিতে হবে ।মোদক তৈরি করা হয় নারকেল ও গুড়ের পুর কে ময়দার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয়। মুড়ির মোয়া ও গনেশের খুব প্রিয়
বাড়ির উত্তর-পূর্ব দিকে বা একেবারেই পশ্চিম দিকে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করলেন পারে সমৃদ্ধি ভালো হয় । শোবার ঘরে মূর্তি প্রতিষ্ঠা না করাই ভাল
পূজা আরম্ভ
ওম গাং গনপতয়ে নমঃ মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে শুরু হয় গণেশ আরাধনা।আরতির থালা সুগন্ধি ধূপ জ্বালিয়ে সূচনা করুন গণেশের পুজোর ।
এরপর চন্দনকাঠের সামনে সাজিয়ে রাখুন পান পাতার উপর সুপারি ।নিদিষ্ট দিনে মূর্তি স্থাপনের আগে খুলবেন না ।
গণেশ মূর্তি নিয়ে ঘরে প্রবেশের আগেই চাল চড়াতে ভুলবেন না ।
গণেশের প্রাণ প্রতিষ্ঠা পর শুরু হবে পুজা।প্রান প্রতিষ্ঠার পর শুরু করুণ আরতি ।
এরপর ষোড়শোপচারে গনেশ আরাধনা করুন । গনেশ বন্ধনায় ১৬ টি রিতির নামেই ষোড়শোপচার ।
এরপর ২১ টি দুর্বা ঘাস, ২১ টী মদক, ও লাল ফুল সাজিয়ে রাখুন গনেশের সামনে ।
মূর্তির মাথায় রাখুন লাল চন্দনের টিকা । এরপর গনেশের মুর্তির সামনে নারকেল ভেঙ্গে অশুভ শক্তিকে দূর করুন ।
গনেশের ১০৮ টি নাম জব করুন,ধ্যান মন্ত্র পাঠ করুন। তারপর হাতে ফুল দূর্বা ও আতপ চাল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে অঞ্জলি দিন, শেষে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন।
মুর্তি সামনে করজোরে প্রার্থনা করুন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য ।