Ekhon Onek Raat Lyrics In Bengali (এখন অনেক রাত) – Anupam Roy
Ekhon Onek Raat Lyrics In Bengali (এখন অনেক রাত) – Anupam Roy
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায় (x2)
কেন যে অসংকোচে
অন্ধ গানের কলি,
পাখার ব্লেডের তাল
সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারি নি,
তুমি বুকের ভেতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে
মুছতে দিও প্লিজ
তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো
তিলে তিলে।
কেন যে অসংকোচে
অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে
সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারি নি,
তুমি বুকের ভিতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে
মুছতে দিও প্লিজ
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি
তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা,
চেপে ধরে টলছি কেমন নেশায়।
Movie: Hemlock Society
Music Video