Duronto Ghurni Lyrics In Bengali (দুরন্ত ঘূর্ণি)
Duronto Ghurni Lyrics In Bengali
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক।
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়(x2)
কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ।
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়
ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায়
ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায়
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো
জীবন জুয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে (x2)
কপাল মন্দ আজ
কাল চিচিং ফাঁক
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়
Lyricist: Salil Chowdhury
Music Video