Categories
Cactus Band

Rajar Raja Lyrics (রাজার রাজা) – Cactus | Lyricsblue

Rajar Raja Lyrics (রাজার রাজা) – Cactus

 

Rajar Raja Lyrics

আমার ঘরের ঠাণ্ডা মেঝে
সরীসৃপ লুকিয়ে কোনায়
আমার দেওয়াল কান পাতলে
জমিয়ে রাখা কান্না শোনায়
আমার ঘরের ঠাণ্ডা মেঝে
সরীসৃপ লুকিয়ে কোনায়
আমার দেওয়াল কান পাতলে
জমিয়ে রাখা কান্না শোনায়

শেষ হলো বুঝি পথ চেয়ে থাকা
আজকে আবার বাঁচা
দিগন্তে ওড়ে মানস-ধ্বজা
আসছে সে এক রাজার রাজা
আমার ধমনীর লাল গালিচা
আসছে সে এক রাজার রাজা

আমার ইউটোপিয়ার চৌকাঠ
ব্যবধান আঁকে যত দোটানায়
নিজের সাথে দেখা হয়ে যায়
নাবিক নীল মোহনায়(X2)

শেষ হলো বুঝি পথ চেয়ে থাকা
আজকে আবার বাঁচা
দিগন্তে ওড়ে মানস-ধ্বজা
আসছে সে এক রাজার রাজা
আমার ধমনীর লাল গালিচা
আসছে সে এক রাজার রাজা

শেষ হলো বুঝি পথ চেয়ে থাকা
আজকে আবার বাঁচা
দিগন্তে ওড়ে মানস-ধ্বজা
আসছে সে এক রাজার রাজা
আমার ধমনীর লাল গালিচা
আসছে সে এক রাজার রাজা
দিগন্তে ওড়ে মানস-ধ্বজা
আসছে সে এক রাজার রাজা
আমার ধমনীর লাল গালিচা
আসছে সে এক রাজার রাজা

Artist: Cactus

Play The Song

 

 

Categories
Cactus Band

Harte Parina Lyrics (হারতে পারিনা) – Cactus | Lyricsblue

Harte Parina Lyrics (হারতে পারিনা) – Cactus

 

Harte Parina Lyrics:

স্বপ্নের বিছানাতে আমার লক্ষ্য যাচ্ছে ঘেঁটে
দেয়ালে ছায়ামূর্তি রোগা-মোটা-লম্বা-বেটে
চিনতে পারিনা . চিনতে পারিনা 
চিনতে পারিনা . চিনতে পারিনা 
শত পণ্যের মাঝে বিপন্নতা যাচ্ছে সয়ে
নিরাপত্তা বিকোচ্ছে আপোষের বিনিময়ে
কিনতে পারিনা..কিনতে পারিনা,
কিনতে পারিনা.. কিনতে পারিনা।
কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি।
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।

কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি।
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
হারিনা, যুদ্ধে হারিনা
আমি হারিনা, যুদ্ধে হারিনা।
চলছে চলবে আমার অভিযান
মস্তিষ্কে ঘুরছে পথ গানের ভ্রুণ
হৃদয়ে অবিরত রক্ত স্নান
আর সুপ্ত বোমার সলতে-তে আগুন
পুড়ে যাক হতাশা স্বাধীনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ..
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!

আমি হারিনা, যুদ্ধে হারিনা
আমি হারিনা, হারতে পারিনা ।
ওওওওও কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি।
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি।
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
পুড়ে যাক হতাশা স্বাধীনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধীনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধীনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধীনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ

Artist: Cactus 

Play The Song

Categories
Cactus Band

Bhalo Theko Lyrics (ভালো থেকো) – Cactus | Lyricsblue

Bhalo Theko Lyrics (ভালো থেকো) – Cactus

Bhalo Theko Lyrics:

চেনা চেনা রোদ্দুর ডাকে চলে আয়,
শিশির-ভেজা ঘাস যাব খালি পায়।
চেনা চেনা রোদ্দুর ডাকে চলে আয়,
শিশির-ভেজা ঘাস যাব খালি পায়।
দু হাতে কুয়াশা সরিয়ে,
যাব সীমানা পেরিয়ে।
না যাওয়া যত পথ ভালো থেকো,
গভীর এই ক্ষত ভালো থেকো ।
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো,
ব্যর্থ অভিমান ভালো থেকো ।
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো ,
নিয়মিত অভিধান ভালো থেকো।

মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম যায় বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কতো কথা
মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম যায় বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কতো কথা
ঘরে ফেরার গান ভুলে গিয়ে
যাব সীমানা পেড়িয়ে ।
না পাওয়া যত দ্বন্দ্বের সমাধান,
হিসেব নিকেষ দান প্রতিদান
নিষ্প্রান অনুষ্ঠান ভালো থেকো ।
ক্ষনিকের আহবান ভালো থেকো ।
ঝড়া পাতার পিছুটান ভালো থেকো ।
জীবনের কলতান ভালো থেকো ।

দু হাতে কুয়াশা শুইয়ে, যাব সীমানা পেরিয়ে
না যাওয়া যত পথ ভালো থেকো,
গভীর এই ক্ষত ভালো থেকো ।
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো,
ব্যর্থ অভিমান ভালো থেকো ।
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো ,
নিয়মিত অভিধান ভালো থেকো ।
না পাওয়া যত দন্দের সমাধান,
হিসেব নিকেষ দান প্রতিদান
নিষ্প্রান অনুষ্ঠান ভালো থেকো ।
ক্ষনিকের আহবান ভালো থেকো ।
ঝড়া পাতার পিছুটান ভালো থেকো ।
জীবনের কলতান ভালো থেকো ।
ভালো থেকো ভালো

Artist: Cactus

Play The Song

Categories
Cactus Band

Mon Lyrics (মন) In Bengali – Cactus | Lyricsblue

Mon Lyrics (মন) In Bengali – Cactus

Mon Song Lyrics:

মন বড় অবুঝ এই মন 
কিছুতে মানেনা হায়।
মন বড় অবুঝ এই মন 
কিছুতে মানেনা হায়।
অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু
আমি যে চেয়েছি তোমায়,
আমি শুধু চেয়েছি তোমায়।
আমি যে চেয়েছি তোমায়,
আমি শুধু চেয়েছি তোমায়।
কখন, জানিনা তো কখন, 
আবছা হলে কুয়াশায়।(X2) 
আমি স্বপ্নের পথে পথে, শুধু
হায় কত খুঁজেছি তোমায়,

আমি শুধু খুঁজেছি তোমায়,
আমি যে খুঁজেছি তোমায়,
আমি শুধু খুঁজেছি তোমায়

Artist: Cactus

Play The Song

 

Categories
Cactus Band

Bodhu Re Lyrics (বধূ রে) – Cactus | Lyricsblue

Bodhu Re Lyrics (বধূ রে) – Cactus

Bodhu Re Lyrics:

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঠি,
আমার পরাণ ভ্রমর।
কোন সে ঘুমের থেকে জেগে,
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
আমি বুঝি আমার পরাণ,
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে,
বধূ রে বধূ রে বধূ রে

Singer: Abhijit Barman (Pota) 

Play The Song