Bodhu Re Lyrics (বধূ রে) – Cactus | Lyricsblue
Bodhu Re Lyrics (বধূ রে) - Cactus

Bodhu Re Lyrics (বধূ রে) – Cactus | Lyricsblue

Bodhu Re Lyrics (বধূ রে) – Cactus

Bodhu Re Lyrics:

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঠি,
আমার পরাণ ভ্রমর।
কোন সে ঘুমের থেকে জেগে,
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
আমি বুঝি আমার পরাণ,
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধূ রে বধূ রে বধূ রে

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে,
বধূ রে বধূ রে বধূ রে

Singer: Abhijit Barman (Pota) 

Play The Song

Leave a Reply