Bhalo Theko Lyrics (ভালো থেকো) – Cactus | Lyricsblue
Bhalo Theko Lyrics (ভালো থেকো) - Cactus

Bhalo Theko Lyrics (ভালো থেকো) – Cactus | Lyricsblue

Bhalo Theko Lyrics (ভালো থেকো) – Cactus

Bhalo Theko Lyrics:

চেনা চেনা রোদ্দুর ডাকে চলে আয়,
শিশির-ভেজা ঘাস যাব খালি পায়।
চেনা চেনা রোদ্দুর ডাকে চলে আয়,
শিশির-ভেজা ঘাস যাব খালি পায়।
দু হাতে কুয়াশা সরিয়ে,
যাব সীমানা পেরিয়ে।
না যাওয়া যত পথ ভালো থেকো,
গভীর এই ক্ষত ভালো থেকো ।
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো,
ব্যর্থ অভিমান ভালো থেকো ।
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো ,
নিয়মিত অভিধান ভালো থেকো।

মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম যায় বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কতো কথা
মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম যায় বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কতো কথা
ঘরে ফেরার গান ভুলে গিয়ে
যাব সীমানা পেড়িয়ে ।
না পাওয়া যত দ্বন্দ্বের সমাধান,
হিসেব নিকেষ দান প্রতিদান
নিষ্প্রান অনুষ্ঠান ভালো থেকো ।
ক্ষনিকের আহবান ভালো থেকো ।
ঝড়া পাতার পিছুটান ভালো থেকো ।
জীবনের কলতান ভালো থেকো ।

দু হাতে কুয়াশা শুইয়ে, যাব সীমানা পেরিয়ে
না যাওয়া যত পথ ভালো থেকো,
গভীর এই ক্ষত ভালো থেকো ।
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো,
ব্যর্থ অভিমান ভালো থেকো ।
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো ,
নিয়মিত অভিধান ভালো থেকো ।
না পাওয়া যত দন্দের সমাধান,
হিসেব নিকেষ দান প্রতিদান
নিষ্প্রান অনুষ্ঠান ভালো থেকো ।
ক্ষনিকের আহবান ভালো থেকো ।
ঝড়া পাতার পিছুটান ভালো থেকো ।
জীবনের কলতান ভালো থেকো ।
ভালো থেকো ভালো

Artist: Cactus

Play The Song

Leave a Reply