Top 6 Basanta Utsav Poem In Bengali Lyrics [For Fb Captions]

Advertisement

Top 6 Basanta Utsav Poem In Bengali Lyrics [For Fb Captions]

 Basanta Utsav Poem In Bengali Lyrics 

Advertisement

1.আজি এ বসন্ত
মাতোয়ারা মোরা হৃদয় ভরিয়া
রঙিন রঙের মাঝে
কলুষিত মন, বিকশিত হোক
একটু রঙের মাঝে

2.বসন্ত তুমি এসেছো হেথায়
বুঝি হল পথ ভুল
এলে যদি তবে জীর্ণ শাখায়
একটি ফোটাও ফুল

3.বৃষ্টি ভীজুক শহর আবার
মেটাক যত মনের ক্ষত ,
ভাঙা মনের মানুষগুলোর
হিসেব রাখুক শেষ বেলার বসন্ত !

4.আজ বসন্তে কোকিল কূজনে
ব্যাথা ভরা সুর বাজছে
ফাগুন দিন তবুও আকাশে
শ্রাবণের মেঘ ভাসছে

5.চেনা বসন্ত অচেনা হয়েছে
ফ্যাকাসে হয়েছে রং
দূরত্বটা কিলোমিটারেই বেশী
হৃদয় এককে ভীষণ কম

6.আজ বসন্ত থমকে যাক
বৃষ্টি নামুক শহর জুড়ে
বসন্তেও প্রেমহীন যারা
ভিজুক তারা মন খুলে

Also Read: Best Holi Caption Bengali 2022 For Instagram & Fb

Advertisement
Recent Posts