Baburam Sapure Poem:If you are looking for Baburam Sapure Bengali Kobita which was written by Sukumar Ray. Then you are in the right place.
Also Read:
Ora Kaj Kore Poem Lyrics (ওরা কাজ করে) In Bengali
Top 4 Sankha Ghosh Kobita (শঙ্খ ঘোষের কবিতা)
Kripon Kobita (কৃপণ কবিতা) | Rabindranath Tagore
Chol Rastay Saji Tram Line Lyrics ( চল রাস্তায় সাজি )
Music Video
Baburam Sapure Poem In Bengali – Sukumar Ray
বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা
দুটো সাপ রেখে যা
বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা
দুটো সাপ রেখে যা
যে সাপের চোখ নেই
শিং নেই, নখ নেই
যে সাপের চোখ নেই
শিং নেই, নখ নেই
ছোটে না কি হাঁটে না
কাউকে যে কাটে না
ছোটে না কি হাঁটে না
কাউকে যে কাটে না
বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা
দুটো সাপ রেখে যা
করে না কো ফোঁসফাঁস
মারে নাকো ঢুসঢাস
করে না কো ফোঁসফাঁস
মারে নাকো ঢুসঢাস
নেই কোন উৎপাত
খায় শুধু দুধভাত
নেই কোন উৎপাত
খায় শুধু দুধভাত
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন তো
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন তো
তেড়ে মেরে ডাণ্ডা
ক’রে দিই ঠাণ্ডা
বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা
দুটো সাপ রেখে যা