April Fool Jokes In Bengali: Every year on the 1st of April, we celebrate April Fool’s Day. On this day, whether children or elders, people of all classes prank their friends, siblings, classmates.
This year you too have a similar plan, so along with this, send these funny jokes in Bengali to your loved ones, make them laugh, and digitally celebrate this day.
Also Read:
Aguner Poroshmoni Lyrics (আগুনের পরশমণি) In Bengali
Top 50 Best Bengali Song Lyrics – Best [List Updated 2022]
Bhobo Sagoro Lyrics (ভব সাগর) By Aditi Munshi
Sri Krishna 108 Names In Bengali List (শ্রী কৃষ্ণের ১০৮ টি নাম)
April Fool Jokes In Bengali For Whatsapp & Friends
April Fool Jokes In Bengali For Whatsapp & Friends (Part – I)
1.একটা মেয়ে দেখি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিল
কাছে গিয়ে দেখি হারামজাদী টিকটক করছে
2. হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ বিয়ে করার জন্য লাফালাফি করে
3. একটা মেয়ে কে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্যে এক জন ঘটক যথেষ্ট
4. এখন মাস্ক শুধু তারাই পরছে যারা দেখতে সুন্দর নয়
5.কলেজে গিয়ে অনাথের মতো
বসে থাকি কেউ পাত্তা দেয় না
6.বসন্ত নয় আমাদের দরজায়
কড়া নাড়ছে “Exam”
7.তোমার যেমন সবাই কে ভালো লাগে না, ঠিক তেমনি তোমাকে ও সবার ভালো লাগে না
8. মা: 30 মিনিট হয়ে গেল ঘুম থেকে উঠেছিস, তাও এখনও পড়ে আছিস
লে আমি : দাঁড়াও system restart হতে একটু টাইম তো লাগবে নাকি
9. মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে বলে চিৎকার করবেন না
যোগ্যতা থাকলে আপনি ও ওকে কামড়ে দিন
10. অন্যের সন্তানের চিন্তায় রাতে ঘুম আসছে না
তাহলে আপনি পাশের বাড়ির কাকিমা
April Fool Jokes In Bengali For Whatsapp & Friends
(Part – II)
11. মদ খেলে নাকি সব মনে পড়ে যায়,ভাবছি এবার থেকে মদ খেয়েই পরীক্ষা দিতে যাবো
12.যেই খেলা টা তোমার ex খেলে গেছে ,
সেটার কাছে IPL কিছুই না
13. কোকিল ডিম পাড়ে কাকের বাসায়
আর মেয়েরা মেকআপ করে ছেলে পটানোর আশায়
14 . যেখানে হাসলে বিপদ, সেখানেই আমার সবচেয়ে বেশী হাসি পায়
15. নামে কি আসে যায়?
সরস্বতী নামের মেয়ে কে ও মাধ্যমিকে 3 বার ফেল করতে দেখেছি
16 .”Exam” তো শুরু হয় “Ex” দিয়ে
সেখানে চিটিং বাধ্যতামূলক
17.ভাবিয়া করিও চ্যাট ,করিয়া ভাবিও না
Screenshot হয়ে গেলে তোমার জীবন টাই শেষ
18. পুলিশ আর কুকুর দেখে অযথা দৌড়াবেন না,
নয়তো বিনা দোষে ফেসে যাবেন
19 .কাউকে বিয়ে করার আগে তাকে নিয়ে ট্রাফিক জ্যামে বসে থাকুন
ধৈর্য আর মুখের ভাষা সব জানা হয়ে যাবে
20.নুন কবিতায় লোকটি গোলাপ চারা কিনতে পারে,গাঁজা কিনতে পারে
সামান্য নুন কিনতে পারে না
বলছি ইয়ার্কি হচ্ছে নাকি।।