সূর্য মন্ত্র: প্রণাম, বৈদিক, নাম, গায়ত্রী,সাফল্য মন্ত্র

সূর্য মন্ত্র: সূর্য মন্ত্রের গুরুত্ব বিভিন্ন দিক থেকে অত্যন্ত প্রভাবশালী।। এটি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে নয়, বরং শারীরিক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। নিয়মিত এই মন্ত্রগুলি জপ করা ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি এবং স্বাস্থ্যের পথ উন্মুক্ত করতে পারে।

সূর্য মন্ত্র: প্রণাম, বৈদিক, নাম, গায়ত্রী,সাফল্য মন্ত্র


সূর্যের প্রণাম মন্ত্র

ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম 
ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্

সূর্যের বৈদিক মন্ত্র

ওং আকর্ষেণ রজসা বর্তমানো
নিবেশায়নামর্তন মার্তণ্ড
হিরণ্যায়েন সবিতা রথে
দেব যাত্রী ভুবানানি পশ্যন
সূর্যের জন্য তান্ত্রিক মন্ত্র
ওং ঘৃণিঃ সূর্যাদিত্তম
ওং ঘৃণিঃ সূর্য আদিত্য শ্রী
ওং হ্রাং হ্রীং হ্রৌং সঃ সূর্যাং নমঃ
ওং হ্রীং হ্রীং সূর্যায় নমঃ

সূর্যের নাম মন্ত্র

ওং ঘৃণি সূর্যায় নমঃ

সূর্যের গায়ত্রী মন্ত্র

ওং আদিত্য ভিদ্মহে সহস্র কিরণায়
ধিমাহি তন্নো সূর্য প্রচোদয়াৎ

জীবনের সাফল্য মন্ত্র

ওং নমো শ্রী সূর্যায়া সহস্র কিরণায়
সিদ্ধি সিদ্ধি কারায়া মন বঞ্চিত পুরায়া
কষ্টম চুরায়াম ওং হ্রীং সূর্যায়া নমো নমাহা


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.