কার্তিক পূজার মন্ত্র: ধ্যান,পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

কার্তিক পূজার মন্ত্র: কার্তিক দেবতা বীরত্বের প্রতীক।কার্তিক পূজা পালন করার সময় ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি লাভ হয়।সন্তান কামনার উদ্দেশ্যে অনেক দম্পতি কার্তিক পূজা করেন। এই পূজার মাধ্যমে ভালোবাসা ও স্নেহের অনুভূতি বৃদ্ধি পায়, যা পরিবারে সুখ-শান্তি নিয়ে আসে

কার্তিকের মন্ত্রাবলী: ধ্যান,পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

কার্তিকের সকল মন্ত্রাবলী

ওঁ কাঃ কার্তিকেয় নমঃ

কার্তিকের ধ্যান মন্ত্র

ওঁ কার্তিকেয় মহাভাগ ময়ুরপরী সংস্থিতাং
তপ্তো কাঞ্চণ বরণ্যাভ্যাং শক্তি হস্তং বরপ্রদং
দ্বিভূজ শত্রুহন্তারও নানালঙ্কার ভূষিতাম্
প্রসন্নবদ্যণং দেবং কুমার পুত্রদায়কম্

কার্তিকের পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ কার্তিকের মহাভাগ
গৌরী হৃদয়নন্দনং দেব সেনাপতি
শ্ৰীমন বাঞ্চিতার্থকং দেহি
এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি

ওঁ কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি
ওঁ কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয়
নন্দন ভবস্তুত‍ প্রসাদেন ধনধান্য সম্পদ
এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি

ওঁ কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি
ওঁ কার্তিকেয় রুদ্রপুত্রং নমস্তুভ্যং
তারকান্ত করো প্রভু বাঞ্চিতার্থকং দেহি
এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি
ওঁ কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি

কার্তিকের প্রণাম মন্ত্র

ওঁ কার্তিকেয় মহাভাগ
দৈত্যদর্পণ নিসুদন
প্রণতার্থকং মহাবাহো
নমস্তে শিখিকহন
দেবাণং যজ্ঞোরক্ষার্থকং
জাতস্থান গিরিশিখরং
শৈলত্মজং ভবতে নমস্তুভ্যং
নমো নম
রুদ্রপুত্র নমোস্তভ্যঃ
শক্তিহস্ত বরপ্রদং
সনমাতুর ভগবান পিতুর
মাতুর প্রিয় সদা



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.