কালী পূজার মন্ত্র :আচমন,গায়ত্রী,জপ,ধ্যান,পুষ্পাঞ্জলি মন্ত্র

কালী পূজার মন্ত্র : কালী পূজা, বিশেষ করে বাংলায়, দেবী কালীকে উৎসর্গিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই পূজার সময় উচ্চারিত মন্ত্রগুলি ভক্তদের জন্য আধ্যাত্মিক শক্তি এবং সুরক্ষা প্রদান করে। কালী মন্ত্র পাঠের মাধ্যমে নেতিবাচক শক্তি এবং শত্রুদের থেকে সুরক্ষা পাওয়া যায়। এটি ভক্তদের জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করে।


কালী পূজার আচমন মন্ত্র

ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
ওঁ তদবিষ্ণুঃ পরমং পদম্।
সদা পশ্যন্তি সুরয়ঃ,
স বাহ্যাভ্যন্তরঃ শুচি।
দিবীব চক্ষুরাততম।
ওঁ অপবিত্র‌‌ পবিত্র বা
সব্বাবস্তাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু

কালী পূজার গায়ত্রী মন্ত্র

ওঁ কালিকায়ৈ বিদ্মহে শশ্মানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ …(১০ বার জপ করুন)

কালী পূজার জপের মন্ত্র

ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং
দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হুং স্বাহা

কালী পূজার ধ্যান মন্ত্র

ওঁ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম্।
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম্।।
মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু।
চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।

কালী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

নমঃ ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
(মন্ত্রে আচমন করে করজোড়ে পাঠ করিবেন)
যথা‌:-
(নমঃ) ওঁ অপবিত্র‌‌ পবিত্র বা সব্বাবস্তাং গতোহপি বা।

যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচি।
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু
তারপর পুষ্প নিয়ে বলবেন -

ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি।
ধর্ম্মকামপ্রদে দেখি নারায়ণী নমোহস্তুতে।
মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী।
আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।

এষ পুস্পাঞ্জলিঃ শ্রীমদ্দদক্ষিণকালিকায়ৈ নমঃ। (১)
ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
উমে ব্রক্ষাণি কৌমারী বিশ্বরূপে প্রসীদ
মেভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ
কামদে কালকৃৎ কৌশিকী ত্বং হি
কাত্যায়নী নমোহস্তুতে

এষঃ পুষ্পাঞ্জলিঃ শ্রীদক্ষিনাকালিকায়ৈ নমঃ(২)
ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্য সুপ্রীতে
সুরনায়িকে কুলদ্যোতকরে চোগ্রে
জয়ং দেহি নমোহস্তুতে সৃষ্টিস্থিতি
বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুনাশ্রয়ে
গুনময়ে নারায়ণী নমোহস্তুতে

এষঃ পুষ্পাঞ্জলিঃ শ্রীদক্ষিনাকালিকায়ৈ নমঃ (৩)
তারপর প্রণাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন
যথা:-
ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি।
ধর্ম্মকামপ্রদে দেখি নারায়ণী নমোহস্তুতে।।
অতঃপর দক্ষিণান্ত কর্ম্ম করিবেন।


কালী পূজার প্রণাম মন্ত্র

জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী
কপালিনীদূগা শিবা সমাধ্যাতীসাহা
সুধা নমস্তুতে।
ওঁ নমঃ শিবায়

পাপহারিনি দেবী নারায়ণী নমস্তুতে
শান্তায় কারণত্রয়হেতবে
নিবেদয়ামি চাত্মানংত্বং গতিঃ পরমেশ্বরঃ
ওঁ কালি কালি মহাকালি কালিকে

মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী
আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে
এষ পুস্পাঞ্জলিঃ শ্রীমদ্দদক্ষিণকালিকায়ৈ নমঃ

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.