বৃহস্পতি মন্ত্র: গায়ত্রী, প্রণাম মন্ত্র

বৃহস্পতি মন্ত্র: গুরু বৃহস্পতি মন্ত্রের গুরুত্ব বাংলা সংস্কৃতিতে বিশেষভাবে উল্লেখযোগ্য। বৃহস্পতি, যা জ্যোতিষশাস্ত্রে গুরুর প্রতীক, ধর্ম, জ্ঞান এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। এই মন্ত্রের মাধ্যমে ভক্তরা বৃহস্পতির আশীর্বাদ লাভ করেন, যা তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে।

বৃহস্পতি মন্ত্র: গায়ত্রী, প্রণাম মন্ত্র

বৃহস্পতি মন্ত্র

ওঁ গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ
ওঁ বৃহস্পতয়ে নমঃ
ওঁ হ্রীং শ্রীং ক্লীং এং গ্লৌং
গ্রহাধিপতয়ে বৃহস্পতয়ে বীং
ঠঃ শ্রীং ঠঃ এং ঠঃ স্বাহা

বৃহস্পতি গায়ত্রী মন্ত্র 

ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় 
ধীমহিঃ তন্নঃ জীবঃ প্রচোদয়াৎ
বৃহস্পতি বীজ মন্ত্র 
ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে 
দেবতা-তারা 
ধূপ-দশাঙ্গ 
বার-বৃহস্পতিবার 
প্রশস্ত-বেলা ১২ পর্যন্ত 
জপ সংখ্যা-১৯০০০ বার 

বৃহস্পতি প্রণাম মন্ত্র 

দেবতানাংমৃষনাঞ্চ গুরুং 
কনকসন্নিভম্ বন্দ্যভূতং 
ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম্

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.